Connect with us
ফুটবল

নতুন অধিনায়ক পেল বাংলাদেশ নারী ফুটবল দল

Afida Khandaker
আফিদা খন্দকার। ছবি- সংগৃহীত

অবশেষে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে অধিনায়ক হিসেবে সাবিনা যুগের অবসান ঘটতে যাচ্ছে। বাঘিনীদের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন তরুণ ফুটবলার আফিদা খন্দকার। এর আগে অনূর্ধ্ব-১৯ দলে দায়িত্ব পালন করা এই ডিফেন্ডার এবার জাতীয় দলের নেতৃত্ব দেবেন।

মূলত সম্প্রতি চলমান কোচ-ফুটবলার দ্বন্দ্বের কারণে নেতৃত্বে পরিবর্তন এনেছে বাফুফে। কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ১৮ ফুটবলারের একজন ছিলে অধিনায়ক সাবিনা খাতুন। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আসন্ন ফিফা প্রীতি ম্যাচে দেখা যাবে না এই ফুটবলারদের। তাই নেতৃত্বে পরিবর্তন এনেছে বাফুফে।

নতুন করে নেতৃত্ব পাওয়া আফিদা সবশেষ সাফজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন। সেই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন রক্ষণভাগের এই ফুটবলার। তাছাড়া এর আগে বয়সভিত্তিক দলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। এই এই তরুণ ফুটবলারের কাঁধে বাংলাদেশের গুরুদায়িত্ব তুলে দিয়েছে বাফুফে


আরও পড়ুন:

» বুমরাহ না থাকায় শান্তদের জয়ের সম্ভাবনা দেখছেন কায়েস

» ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাভাষ্য দেবেন যারা


এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘যেহেতু দলে সিনিয়রদের কেউ নেই তাই আফিদাকে অধিনায়কত্ব দেওয়া হচ্ছে। তাছাড়া আগেও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে তার।’

এর আগে ২০২৪ সালে নারীদের অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নেতৃত্বে ছিলেন আফিদা। সেই টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। নানা নাটকীয়তায় শেষ পর্যন্ত যুগ্ম চ্যাম্পিয়ন করা হয়ে বাংলাদেশ ও ভারতকে।

এদিকে বাংলাদেশকে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া সাবিনা খাতুনের বাড়ি সাতক্ষীরা জেলায়। আর নতুন করে দায়িত্ব পাওয়া আফিদাও একই জেলার। তার নেতৃত্বে আগামী ২৬ ফেব্রুয়ারি ফিফা প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/১৮ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল