সম্প্রতি নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আর তাতেই ফিফা থেকে মিলল সুখবর। নারী ফুটবল দলের হালনাগাদ র্যাঙ্কিংয়ে বড় উন্নতির মুখ দেখেছে বাঘিনীরা।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) নারী ফুটবলের হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে দক্ষিণ এশিয়ার বর্তমান চ্যাম্পিয়নরা ১৩৯ নম্বর ৭ ধাপ এগিয়ে ১৩২ নম্বরে উঠে এসেছে। বর্তমানে বাঘিনীদের রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫।
২০২২ সালের আগস্টে বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে সর্বনিম্ন র্যাঙ্কিংয়ে নেমে যায় দলটি। যেটি ছিল ১৪৭। তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় সাবিনারা। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ১৪০ এ অবস্থান ছিল বাংলাদেশের। এরপর চলতি বছরের আগস্টে একধাপ এগিয়ে ১৩৯ নম্বরে উঠে আসে তারা। আর সাফ শিরোপা জয়ের পর বড় উন্নতির মুখ দেখল সাবিনা খাতুনের দল।
আরও পড়ুন:
» অভিষেক ম্যাচে বাংলাদেশকে কাঁদানো কে এই আমির জাঙ্গু?
» টানা চার ফিফটিতে উড়ন্ত মাহমুদউল্লাহ গড়লেন ছক্কার নতুন রেকর্ড
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ র্যাঙ্কিং ১০০। ২০১৩ সালে এবং ২০১৭ এই স্থান অর্জন করেছিল দুইবারের সাফজয়ীরা। তবে বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫, যা দলটির এখন পর্যন্ত সর্বোচ্চ রেটিং পয়েন্ট।
এদিকে, র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আসেনি কোনো পরিবর্তন। বরাবরের মতোই শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। তাদের রেটিং পয়েন্ট ২০৮৮। তবে দুইয়ে থাকা ইংল্যান্ড দুই ধাপ পিছিয়ে চারব নেমে গেছে। আর একধাপ করে এগিয়ে দুই ও তিনে অবস্থান করছে যথাক্রমে স্পেন ও জার্মানির মেয়েরা।
এবারের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি ৮ধাপ এগিয়েছে এস্তোনিয়া। বর্তমানে তাদের অবস্থান ৯৯ নম্বরে। আর সবচেয়ে বেশি ১৬ ধাপ পিছিয়েছে লাওস। সর্বোচ্চ ৩৪.৮৬ পয়েন্ট হারিয়ে বর্তমানে তাদের অবস্থান ১০৮ নম্বরে। এছাড়া প্রথমবারের মতো ফিফা নারী দলের র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে জিব্রাল্টার। বর্তমানে তাদের অবস্থান ১৮৫তম।
ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৪/বিটি