যা আশঙ্কা করা হয়েছিল তাই সত্যি হলো। শক্তিশালী চাইনিজ তাইপের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। যদিও দ্বিতীয়ার্ধে এসে মোটামুটি প্রতিরোধ গড়ে তুলেছিল। কিন্তু প্রথমার্ধের ৩ গোলেই ব্যাকফুটে চলে যায় সাবিনা-সানজিদারা। সব মিলিয়ে ৪-০ গোলে অর্থাৎ ১ হালি গোলে হেরে শুরু হলো দুই ম্যাচের এই সিরিজ।
দুটি প্রীতি ম্যাচের প্রথম ম্যাচে রাজধানীর কিংস আরিনা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও চাইনিজ তাইপে। ছয় মাস পর জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে বড় ব্যবধানেই হারলো লাল-সবুজের বাঘিনীরা। আর ফিফা র্যাংকিংয়ে যে ৯৯ ধাপ এগিয়ে আছে সেটাও দেখালো তাইপের মেয়েরা।
ম্যাচের ১১ মিনিটে রক্ষণ থেকে দারুণ পাসিং ফুটবল খেলে আক্রমণে ওঠে তাইপে। চিয়া ইংয়ের অসাধারণ এক থ্রু পাসে নাটমেগড হন ডিফেন্ডার আফিদা খন্দকার। এরপর বএক্সের ভেতরের বল পেয়ে জালে জড়াম ইয়ু সুয়ান। এর মিনিট সাতেক পরই কর্নার থেকে ডিফেন্ডার সিন ইয়ুনের নিখুঁত হেডে ব্যবধান দ্বিগুণ করে তাইপে। এর সাত মিনিট পর আবার সেট পিস থেকে গোল হজম করে বাংলাদেশ। হাফ টাইমের মধ্যেই তিন গোল খেয়ে পিছিয়ে পড়ে সাবিনা-ঋতুরা।
দ্বিতীয়ার্ধে আক্রমণে মনোযোগ আরও বাড়ালেও কোনো লাভ হয়নি বাংলাদেশের। বরং ম্যাচের ৫৬ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করে তাইপেকে ৪-০ গোলে এগিয়ে নেন ইয়ু সুয়ান। এরপর আর কোনো গোল হয়নি।
গত কয়েক উইন্ডোতে ফিফা ফ্রেন্ডলিতে খেলতে পারেনি বাংলাদেশ নারী দল। এবার বাফুফে শক্তিশালী চাইনিজ তাইপেকে দেশে এনেছে। বিরাট শক্তিশালী দলের বিপক্ষে মাঠে ছিল বাংলাদেশের খর্বশক্তির দল। আগামী ৩ জুন দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে একই মাঠে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ।
ধোনির মতো সৌম্যর হেয়ার স্টাইল নিয়ে আলোচনা
বিশ্বকাপে প্রথম পছন্দের জার্সি নিয়ে খেলতে পারছে না উগান্ডা
ক্রিফোস্পোর্টস/৩১মে২৪/এজে