Connect with us
অন্যান্য

থাইল্যান্ডে বাংলাদেশের ১৮ পদক জয়

হিরোজ তায়কোয়ান্দো আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে ১৮টি পদক জিতেছে বাংলাদেশ। ছবি- গুগল

থাইল্যান্ডে অনুষ্ঠিত হিরোজ তায়কোয়ান্দো আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে ১৮ টি পদক জিতেছে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে পাঁচটি স্বর্ণ, চারটি রুপা ও নয়টি ব্রোঞ্জ।

শনি ও রবিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুই দিনব্যাপী উক্ত চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়।

বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা থাইল্যান্ড থেকে পদক জয়ের বিষয়টি নিশ্চিত করেন।

পাঁচটি স্বর্ণের মধ্যে ইশরাক রাইয়ান, সামির ইয়াসার ও মুহতাশিম ইসলাম দলগত ইভেন্টে একটি স্বর্ণ জয় করেছেন। বাকি চারটি স্বর্ণ একক ইভেন্টে জয় করেছেন ইশরাক রাইয়ান, আরিতা খন্দকার, আল আমিন মিয়া ও নাফিসা রুম্মান।

দলগত ইভেন্টে যথাক্রমে দুইটি রুপা জিতেছেন ইপ্সিতা কুন্ড, আরিতা খন্দকার, তাসনিয়া ইফফাত স্নেহা এবং লুবাবা বিনতে আমজাদ ও মিনহাজুল আবেদীন। অন্য দুইটি রুপা একক ইভেন্টে জয় করেছেন রুমকি সিদ্দিকা ও লুবাবা বিনতে আমজাদ।

নয়টি ব্রোঞ্জের মধ্যে মুহতাশিম ইসলাম, আসালিনা আমব্রিন মৃত্তিকা, আসিফা আনায়া খান, তাজমিন নাওয়াল খান, আরমান আলীম, লিজা আক্তার ও আবয়াজ খন্দকার একটি করে পদক জিতেছেন। একই সাথে সমীর ইয়াসার মাওলা দুটি ব্রোঞ্জ জয় করেছেন।

আরও পড়ুন: ওয়ানডে বিশ্বকাপ: যে কারণে ভারতে প্রতিনিধি পাঠাতে যাচ্ছে পাকিস্তান

ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৩/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য