Connect with us
ক্রিকেট

কোন টার্নিং পয়েন্টে ব্যাকফুটে যাওয়া ম্যাচ জিতলো বাংলাদেশ?

Crifop Mushi press
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আসেন ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলা মুশফিকুর রহিম

শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর গতকাল (বুধবার) শুরু হলো তিন ম্যাচপর ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে সিরিজটা দারুণভাবে শুরু করলো স্বাগতিক বাংলাদেশ। ব্যাটিংয়ে ২৩ রান তুলতেই ৩ উইকেট হারানো টাইগাররা কোন টার্নিং পয়েন্টে ব্যাকফুটে যাওয়ার পরও জয় পেল?

মূলত দলনায়ক শান্ত-মাহমুদুল্লাহ ও শান্ত-মুশফিকের গড়া দুই জুটির কল্যাণে সহজ জয় তুলে নেয়। ২৫৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ তাড়ায় নেমে লিটন, সৌম্য ও তাওহীদ হৃদয়ের ধারাবাহিক ব্যর্থতায় শুরুতেই চাপে পড়ে যায় স্বাগতিকেরা। পরে চতুর্থ উইকেটে কাপ্তান শান্তর সঙ্গে মাহমুদুল্লাহ ৬৯ রানের জুটি গড়েন।

ব্যক্তিগত ৩৭ করে ‘সাইলেন্ট কিলার’ সাজঘরে ফিরলেও পঞ্চম উইকেটে শান্তকে সাথে নিয়ে মুশফিকের ১৬৫ রানের জুটিই জয়ের বন্দরে পৌঁছে দেয় টাইগারদের। গতকাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আসেন ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলা মুশফিকুর রহিম। তবে অবাক করার বিষয় হলো, ম্যাচ জয়ের সবচেয়ে বড় কারণ হিসেবে মুশি চতুর্থ উইকেটে শান্ত-মাহমুদুল্লাহর গড়া ৬৯ রানের জুটিটিকেই সবচেয়ে বেশি কৃতিত্ব দিলেন।

সাবেক এই টাইগার কাপ্তান বলেন, ‘রিয়াদ ভাই তার অভিজ্ঞতাটাই আজ আবারও কাজে লাগিয়েছে। হাসারাঙ্গাকে তিনি যেভাবে ছক্কা মারলেন, একেই বলে অভিজ্ঞতা। শুধু এই ওভারের ক্ষেত্রেই নয়। এমন গুরুত্বপূর্ণ মুহুর্তে অপনেন্ট বোলারকে চাপে ফেললে তারা পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হয়।’

‘আজকের ম্যাচে অভিজ্ঞতা কত বড় জিনিস সেটা রিয়াদ ভাই করে দেখিয়েছে। ভাই ব্যাটিংয়ে যে ইনটেন্ট দেখিয়েছে তা অসাধারণ ছিল। আজ ম্যাচ জয়ের প্রথম কৃতিত্ব তাদের ৬৯ রানের জুটির, তবে সবার আগে রিয়াদ ভাইয়ের ব্যাটিংয়ের। তাদের জুটির পর আমার আর শান্তর উপর রান রেটের তেমন কোন চাপই ছিল না’ – রিয়াদের প্রশংসায় আরও যোগ করেন মুশফিকুর রহিম।

পরে নিজেদের গড়া ১৬৫ রানের জুটি প্রসঙ্গেও এই উইকেট কিপার ব্যাটার কথা বলেন। তবে এখানেও তার কণ্ঠে রিয়াদ-শান্ত জুটি নিয়ে প্রশংসার ফুলঝুরি, ‘আলহামদুলিল্লাহ, আমাদের জুটিটাও ভালো হয়েছে। তবে এর পেছনেও সবচেয়ে বড় ভূমিকা ছিল শান্ত ও রিয়াদ ভাইয়ের পার্টনারশিপের। কেননা তারা রান রেটটা ঠিক রেখে ব্যাট করে গেছে। ফলে আমাদের পরে রান রেটের চাপ সামলাতে হয়নি। তার উপর তারা আবার নতুন বলে ব্যাট করেছে।’

‘আমাদের ব্যাটিংয়ে শুরুতেই ৩ উইকেট ফেলে দিয়ে শ্রীলংকা ভালো শুরু করেছিল। এরপরই শান্ত ও রিয়াদ ভাইয়ের অসাধারণ ব্যাটিংয়ের ফলে পরে আমাদের আর কোনো ঝামেলা হয়নি।’

আরও পড়ুন: ম্যাচ জেতানো সেঞ্চুরি: স্বামী-ছেলের ছবি দিয়ে কি লিখলেন শান্তর স্ত্রী

ক্রিফোস্পোর্টস/১৪মার্চ২৪/এমএস/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট