মিরপুরের পিচ মানেই অল্প রানেও রোমাঞ্চকর ম্যাচ। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও এবার সেই চিত্র দেখা গেল। সিরিজের চতুর্থ ম্যাচে আজ (শুক্রবার) ১৪৩ রান ডিফেন্ড করতে নেমে ৫ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ।
শুক্রবার (১০ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। শুরুতে ব্যাট করে ১৯.৫ ওভার খেলে ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ১৯.৪ ওভারে ১৩৮ রান তুলে অলআউট হয়ে যায় সফরকারীরা।
এদিন ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের কল্যাণে দারুণ শুরু পায় বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে দলে ফেরা সৌম্য একপাশে দেখেশুনে রান তুললেও, অপরপ্রান্তে ঝোড়ো মেজাজে খেলতে থাকেন তামিম।
ইনিংসের ১১ ওভারেই দলীয় শতরান তুলে নেয় এই জুটি। তবে ১০১ রানের মাথায় বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে। ৩৭ বলে ৫২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হয়ে যান তামিম। তামিম ফিরে যাওয়ার পরেই ওভারেই ফিরে যান সৌম্য সরকার। আউট হওয়ার আগে ৩৪ বলে ৪১ রান করেন তিনি।
দুই ওপেনার ফিরে গেলেই বাধে আসল বিপত্তি। এরপরই উইকেট হারানোর মিছিলে যোগ দেয় বাংলাদেশ। একে একে উইকেটে দিয়ে ফিরে যান সাকিব-হৃদয়-শান্তরা। শেষ পর্যন্ত ১৪৩ রানে গুটিয়ে যায় টাইগাররা।
জিম্বাবুয়ের হয়ে লুক জঙ্গুই ৩টি এবং রিচার্ড এনগারাবা ও ব্রায়ান বেনেট ২টি করে উইকেট শিকার করেছেন।
স্বল্প রান তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়ে জিম্বাবুয়ে। ইনিংসে প্রথম ওভারেই ওপেনার ব্রায়ান বেনেটকে হারায় দলটি। এরপর সিকান্দার রাজা মারকুটে ভঙ্গিতে খেলা শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ১০ বলে ১৭ রান করে তাসকিনের শিকার হন তিনি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ছোট ছোট জুটি গড়ে এগোতে থাকে সফরকারীরা। কিন্তু দলীয় ১০৩ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় তারা। তবে শেষদিকে ওয়েলিংটন মাসাকাদজার ঝড়ে আবারো ম্যাচে ফিরে দলটি।
শেষ ওভারে জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান। বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। প্রথম ২ বলে ১ রান দিলেও পরের বলে ছক্কা হাকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ব্লেসিং মুজারাবানি। তবে চতুর্থ ও পঞ্চম বলে টানা দুই উইকেট নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সাকিব।
আর অপরপ্রান্তে ৮ বলে ১৯ রান করে অপরাজিত থেকে যান মাসাকাদজা। বাংলাদেশের হয়ে সাকিব ৪টি, মুস্তাফিজ ৩টি এবং তাসকিন ২টি উইকেট শিকার করেন।
আরও পড়ুন: ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে নতুন তথ্য
ক্রিফোস্পোর্টস/১০মে২৪/বিটি