জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দু’টি টি-টোয়েন্টি হেসেখেলেই জিতেছে বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে টাইগারদের। প্রথমে দুর্দান্ত বোলিং এবং পরে ব্যাট হাতে শেষ পর্যন্ত লড়াই করে বাংলাদেশের হাত থেকে আরেকটু হলেই ম্যাচ ছিনিয়ে নিতে পারতো সফরকারীরা। তবে শেষ দিকের রোমাঞ্চের পর ফলাফলটা এসেছে টাইগারদের পক্ষেই।
আজ (মঙ্গলবার) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও জিম্বাবুয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা। ৯ রানে জয় পায় শান্ত-হৃদয়রা।
এদিন ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ৯ ওভারে ৬০ রান তুলতেই লিটন, শান্ত, তামিমদের হারায় টাইগাররা। টপ অর্ডার হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকরা। তবে চাপ সামলে দলের রানের চাকা এগিয়ে নিয়ে যান এই সিরিজে দুর্দান্ত খেলা তাওহীদ হৃদয়। তাকে সঙ্গ দেন জাকের আলি।
চতুর্থ উইকেটে ৫৮ বলে ৮৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তাদের জুটিতে ভর করেই ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। শেষদিকে হৃদয় ৫৭ ও জাকের আলী ৪৪ রান করে আউট হয়ে যান।
জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। প্রতিদিনের মতো আজও একই চিত্র ফুটে ওঠে তাদের ব্যাটিংয়ে। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। একপর্যায়ে দলীয় ৯১ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় তারা।
তবে নবম উইকেটে ফারাজ আকরাম ও ওয়েলিংটন মাসাকাদজার দারুণ এক জুটিতে জয়ের আশা দেখে জিম্বাবুয়ে। তাদের ৩০ বলে ৫৮ রানের জুটিতে ম্যাচে ফিরে আসে দলটি। শেষ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান।
প্রথম বলে মাসাকাদজা আউট হয়ে গেলেও পরের দুই বলে টানা দুই চার মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ব্লেসিং মুজারাবানি। তবে শেষ তিন বলে কেবল ৩ রান নিতে সক্ষম হয় সফরকারী। ফলে ৯ রানে জয় পায় বাংলাদেশ।
টাইগারদের হয়ে চার ওভারে ৪২ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া রিশাদ হোসেন নিয়েছেন ২টি উইকেট।
আরও পড়ুন: ৮৬ ওয়াইডসহ এক্সট্রা ১০১ রান, ভারতে তোলপাড়
ক্রিফোস্পোর্টস/৭মে২৪/বিটি