নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে হাইভোল্টেজ এই ম্যাচে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে সাবিনা-তহুরারা। বাংলাদেশের হয়ে গোল দুটি করেছেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।
কাঠমান্ডুতে এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে নেপাল। তবে একাধিক আক্রমণ করেও বাংলাদেশের জালে বল জড়াতে পারেনি স্বাগতিকরা। নেপালের পাশাপাশি পাল্টা আক্রমণ চালিয়েছে বাংলাদেশও। তবে প্রথমার্ধে সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তহুরারা। ফলে গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দল।
তবে দ্বিতীয়ার্ধে অচলাবস্থা ভাঙে বাংলাদেশ। ম্যাচের ৫২তম মিনিটে মনিকা চাকমার গোলে লিড নেয় বাংলাদেশ। বক্সের ভেতরে সংঘবদ্ধ আক্রমণে জটলার মধ্যে বল পান মনিকা চাকমা। সেখান থেকে বল জালে পাঠাতে ভুল করেননি এই ফুটবলার।
আরও পড়ুন:
» দেশ থেকে সাকিবের অবসরের সর্বোচ্চ চেষ্টা করেছে বিসিবি
» তামিম প্রসঙ্গে যা বললেন বিসিবি সভাপতি
তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এর তিন মিনিট পরেই বাংলাদেশের জালে বল জড়ায় নেপাল। আমিশাকে লক্ষ্য করে মধ্যমাঠ থেকে দেওয়া পাস ঠেকাতে ব্যর্থ হয়ে বাংলাদেশের ডিফেন্স। সেখান থেকে বল পেয়ে যান আমিশা এবং গোলরক্ষক রুপ্না চাকমাকে পরাস্ত করে ম্যাচে সমতা ফেরান তিনি।
এরপর আবারো গোলের খোঁজে লড়তে থাকে দুই দল। ম্যাচের ৮১তম মিনিটে ঋতুপর্ণা চাকমা দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন বাংলাদেশকে। থ্রো থেকে কর্ণারের কাছে বল পেয়ে সেখান থেকে বাঁ পায়ে দুর্দান্ত এক শট নেন রিতুপর্ণা। এই শট তালুবন্দি করতে ব্যর্থ হন নেপালের গোলরক্ষক। ঋতুপর্ণারা দারুণ এই গোলে থমকে যায় দশরথ স্টেডিয়াম।
এরপর গোল শোধের জন্য একাধিক চেষ্টা করেও সফল হতে পারেনি নেপাল। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠে ছাড়ে বাঘিনীরা।
এর আগে ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। দুই বছর পর নেপালের মাটিতে সেই একই ভেন্যুতে তাদেরকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জয় করেছে বাংলাদেশের মেয়েরা।
ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৪/বিটি