Connect with us
ক্রিকেট

টানা চার জয় পেল বাংলাদেশ, ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কা

Ban u19 women team defeated Pakistan
অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। ছবি- বিসিবি

প্রথম তিন ম্যাচ জিতে এর আগেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। এবার শেষ ম্যাচেও পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সিরিজে পাকিস্তান কোনো ম্যাচ জিততে না পারায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল।

আজ বুধবার (৩১ জানুয়ারি) কক্সবাজারে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে মাত্র ৯৬ রান তুলতে পারে পাকিস্তান। জবাবে তিন ওভার আগেই ৪ উইকেট হাতে রেখে ম্যাচের লক্ষ্য পূরণ করেছে বাংলাদেশ। এদিকে ভালো পারফরম্যান্স দেখিয়ে টানা চার ম্যাচেই ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার বাগিয়ে নিয়েছেন রাবেয়া খাতুন।

আজ আগে ব্যাট করতে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় পাকিস্তান। ওপেনার ঈমান ফাতেমা ব্যক্তিগত ৮ রানে বিদায় নিলে আরিশা আনসারিকে নিয়ে জুটি বাধেন আরেক ওপেনার সামিয়া আফসার। লম্বা সময় উইকেটে টিকে থাকলেও বাংলাদেশি বোলারদের সামনে তেমন সুবিধা করতে পারেনি তারা।

দলীয় ৮৯ রানে সামিয়া আফসার আউট হলে ভাঙ্গে ৭৪ রানের জুটি। ধীর গতির এই পার্টনারশিপ করার পথে সামিয়া খেলেন পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৮ বলে ৪৮ রানের ইনিংস। পরের ওভারেই ব্যক্তিগত ২৬ রান করে বিদায় নেন আরিশা। এরপর শেষ ওভার পর্যন্ত নিয়মিত উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করতে পারে তারা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই নিজের উইকেট বিলিয়ে আসেন ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা। তবে এরপর ছোট ছোট পার্টনারশিপে জয়ের পথে এগোতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত তিন ওভার বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় টাইগ্রেসরা।

দলের হয়ে ৪০ বল খেলে সর্বোচ্চ ৩৮ রান করে ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখেন অধিনায়ক সুমাইয়া আক্তার। বল হাতে বাংলাদেশের হয়ে চার ওভারে ১৬ রান খরচায় ২ উইকেট শিকার করেন রাবেয়া খাতুন। এছাড়াও রাবেয়া এবং উন্নতি আক্তার মিলে করেছেন তিনটি রান আউট।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের খেলা ৪ ম্যাচের সবকটিতে জিতে ফাইনালে বাংলাদেশ। অপরদিকে শ্রীলঙ্কা এখন পর্যন্ত জিতেছে ১ ম্যাচ। গত সোমবার দ্বিতীয় দফার ম্যাচে পাকিস্তানকে ৩১ রানে হারিয়েছিল তারা। এদিকে পাকিস্তান এই সিরিজে পায়নি কোনো জয়ের দেখা।

আগামী শুক্রবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারীদের বিপক্ষে ফাইনাল ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ২০ ওভারে ৯৬/৫

(সামিয়া ৪৮, আরিশা ২৬; রাবেয়া ২/১৬)

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল: ১৭ ওভারে ৯৭/৬

(সুমাইয়া ৩৮, আফিয়া ১৬; আনোশা ৩/১১, মাহনুর ২/১৭, লাবিবা ১/১৬)

ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: রাবেয়া খান।

আরও পড়ুন: প্রাক-অলিম্পিক: চিলিকে হারিয়ে বাছাইয়ের চূড়ান্ত পর্বে আর্জেন্টিনা

ক্রিফোস্পোর্টস/৩১জানুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট