আজ থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯:৩০ টায় শুরু হয়েছে ম্যাচটি। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা এই ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
আজকের ম্যাচে অভিষেক হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটার শাহাদাত হোসেন দীপুর।
দিনের শুরুতেই টস ভাগ্য প্রসন্ন ছিল শান্তর। টসে জিতে আগে ব্যাট করা সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টস জয়ের পর তিনি বলেন, ‘আমরা আগে ব্যাট করব। এটি একটি ড্রাই উইকেট। আগে ব্যাটিং করে ভালো সংগ্রহ করতে চাই যা আমাদের বোলারদের সুবিধা দেবে। যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র, তাই ম্যাচটি আমাদের সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রস্তুতিও খুব ভালো। আমরা আত্মবিশ্বাসী এই সিরিজে ভালো কিছু করতে।’
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, শাহাদাত হোসেন।
নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, এজাজ প্যাটেল।
আরও পড়ুন: নিজের ভবিষ্যত নিয়ে কি সিদ্ধান্ত নিলেন তামিম?
ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৩/এফএস/এজে