সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এদিন ম্যাচের টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আফগানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটার জাকির আলীর।
আফগানিস্তানের হোম ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
এদিকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানদের কাছে বাজেভাবে পরাজিত হয়ে সিরিজ হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে তাই আজকের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। এমন ম্যাচের আগে আঙ্গুলের চোটে ছিটকে গেছে মুশফিকুর রহিম। তার পরিবর্তে বাংলাদেশের ওয়ানডে দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জাকের আলী।
আরও পড়ুন:
» বাফুফে থেকে দেড় কোটি টাকা পুরস্কার পাচ্ছেন সাফ জয়ী ফুটবলাররা
এছাড়া লেগ স্পিনার রিশাদ হোসেনের পরিবর্তে দলে ফিরেছেন আরেক স্পিনার নাসুম আহমেদ। ওয়ানডে ফরমেটে সবশেষ গত বছর খেলেছিলেন নাসুম। লম্বা সময় পর আবারও ফিরলেন তিনি। এদিকে আফগানিস্তান অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে মাঠে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আতাল, রহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ্ মোহাম্মদ গাজানফার, নানগেয়ালিয়া খারোটে ও ফজলহক ফারুকি।
ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৪/এফএএস