সিলেট টেস্ট জিতে রচিত হয়েছে একটি ইতিহাস। এবার হাতছানি দিয়ে ডাকছে আরেক ইতিহাস। নিউজিল্যান্ডকে প্রথমবার টেস্ট সিরিজে হারানোর হাতছানি টাইগারদের। এই লক্ষ্য সামনে নিয়ে মিরপুরে ঢাকা টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ দল।
বুধবার (৬ ডিসেম্বর) ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট। সিলেটের একাদশই খেলছে। অন্যদিকে নিউজিল্যান্ড একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে।
সিলেট টেস্টে কিউই একাদশে থাকা ইশ সোধি ব্যাটে-বলে ব্যর্থ ছিলেন। ফলে ঢাকা টেস্টের একাদশ থেকে ছিটকে গেছেন এই লেগ স্পিনার। তাকে বাদ দিয়ে মিরপুরের মাঠের জন্য স্পিনার মিচেল স্যান্টনারকে একাদশে নিয়েছে টিম সাউদির দল।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাৎ হোসেন দীপু, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: টিম সাউদি, ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার ও এজাজ প্যাটেল।
আরও পড়ুন: দ্বিতীয় টেস্টের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ শিবির
ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৩/এজে