Connect with us
ক্রিকেট

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে রয়েছেন যারা

Bangladesh Vs Zimbabwe_Toss
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। ছবি- সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ (শুক্রবার) মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে আজ অভিষেক হচ্ছে তানজিদ হাসান তামিমের। ওপেনিংয়ে লিটন কুমার দাসের সঙ্গে জুটি বাধবেন তিনি। গত বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ১২ ইনিংসে ৩২ গড় ১৩৫.৬৯ স্ট্রাইক রেটে ৩৮৪ রান করেছেন তিনি। তাছাড়া আসরের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলে এই বাঁহাতি ব্যাটার।

আরও পড়ুন:

হৃদয়কে নিয়ে গ্যালারিতে তাসকিনপুত্রের উল্লাস, যে বার্তা দিলেন হৃদয়

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি: নজর থাকবে যাদের ওপর

ভারতের বিশ্বকাপ দলে নেই রিংকু, নেপথ্যে কারণ কী?

আইপিএল অধ্যায় শেষ করে দেশে ফিরলেন মুস্তাফিজ

টানা তিন হারে সিরিজ খোয়ালো বাংলাদেশের মেয়েরা

এছাড়া একাদশে রয়েছেন দীর্ঘ ১৮ মাস পর দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তিনিও বিপিএলে চ্যাম্পিয়ন বরিশালের হয়ে অলরাউন্ড পারফর‍্যান্স করেছেন।বল হাতে ৯ ইনিংসে ১৫ উইকেট শিকার করেছেন তিনি। পাশাপাশি ব্যাট হাতে ৪ ইনিংসে ১৮৫.২৯ স্ট্রাইক রেটে ৬৩ রান করেছেন এই অলরাউন্ডার। 

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম,  তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, ক্লাইভ মান্দান্ডে, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারভা।

আরও পড়ুন:

ধোনির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যে বার্তা দিয়ে রাখলেন মুস্তাফিজ 

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব, উন্নতি লিটন-তাসকিনের

আইপিএল ছাড়ার আগে মুস্তাফিজের চোখ পার্পল ক্যাপে

নেই দুই বড় মুখ, কেমন হলো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল?

আইপিএল: ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ কি? এই নিয়ম নিয়ে কেন এত বিতর্ক?

বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল ভারত

প্যারাগুয়ের কাছে হেরে পাঁচে নেমে গেল আর্জেন্টিনা (ভিডিও)

ক্রিফোস্পোর্টস/৩মে২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট