যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনক হারের পর আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। মানরক্ষার এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে ফিরেছেন ওপেনার তানজিদ হাসান তামিম এবং তার জায়গায় বাদ পড়েছেন লিটন দাস। আর শেখ মেহেদির জায়গায় একাদশে ফিরেছেন পেসার তানজিম সাকিব।
যুক্তরাষ্ট্রের একাদশেও একটি পরিবর্তন আনা হয়েছে। স্পিনার নস্টুশ কেনজিগের পরিবর্তে একাদশে ফিরেছেন পেসার শ্যাডলি ভ্যান শ্যালকওয়াইক।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ তামিম , সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও শরিফুল ইসলাম।
যুক্তরাষ্ট্র একাদশ: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, নীতীশ আর কুমার, আলি খান, হারমিত সিং, জসদীপ সিং, শ্যাডলি ভ্যান শ্যালকওয়াইক , সৌরভ নেত্রাভালকার ও স্টিভেন টেলর।
আরও পড়ুন: প্রথম ম্যাচে হারের কারণ জানালেন নির্বাচক হান্নান সরকার
ক্রিফোস্পোর্টস/২৩মে২৪/বিটি