Connect with us
ক্রিকেট

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

TEam Bangladesh
ভারতকে হারানো ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ের টিকে থাকতে ভারতকে হারানো ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। এমন সমীকরণ মাথায় নিয়ে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে টিম বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার (২২ মার্চ) রাত ৮টায় টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের কাপ্তান নাজমুল হাসান শান্ত। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায়। সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ও নাগরিক টিভি।

এদিকে গুরুত্বপূর্ণ এ ম্যাচে একাদশে এক পরিবর্তন নিয়ে স্কোয়াড গড়েছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদকে বসিয়ে একাদশে ফেরানো হয়েছে উইকেট কিপার ব্যাটার জাকের আলিকে। এতে দুই পেসার আর তিন স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

আরও পড়ুন:

» সাকিব দেশের সেরা খেলোয়াড় : তামিম

» বিদেশি লিগে দল পেলেন রিশাদ-শরিফুলসহ চার ক্রিকেটার

» ভারত-পাকিস্তানের পতাকার রং দিয়ে গেইলের বিশেষ ব্লেজার

অপরদিকে স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি টিম ইন্ডিয়া। আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে রোহিত-কোহলিরা।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ

রোহিত শর্মা, বিরাট কোহলি, রিষভ পান্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষ প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং।

ক্রিফোস্পোর্টস/২২জুন২৪/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট