এশিয়া কাপের আসর জমে উঠেছে। একটি দলের বিদায় নিশ্চিত হয়েছে। পরের রাউন্ডের চলে গেছে তিন দল। এখন এক দলের সুপার ফোরে যাওয়া বাকি। এরই মধ্যে ঘুরে ফিরে আসছে বিশ্বকাপের দল। কেননা কিছু দেশ দল ঘোষণা করে ফেলেছে। সবার একটাই প্রশ্ন- বাংলাদেশ কবে দল ঘোষণা করবে?
আগামী ৫ অক্টোবর মাঠে গড়াবে বিশ্বকাপ। এর আগে ৫ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক দল পাঠানোর নির্দেশ দিয়েছে আইসিসি। সেই মোতাকেব আজ ১৫ সদস্যের লিস্ট পাঠাবে বিসিবি। কিন্তু ওই দল চূড়ান্ত নয়। বিসিবি সভাপতি পাপন জানিয়েছেন, আগামী ২৬ অথবা ২৭ সেপ্টেম্বর চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
গতকাল সোমবার গণমাধ্যমে পাপন জানান, আগামী ২৬ বা ২৭ তারিখ আমরা বিশ্বকাপের দল দিয়ে দেব। আর আইসিসির নির্দেশনা অনুযায়ী, ২৭ সেপ্টেম্বরের মধ্যে ঘোষিত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রয়েছে।
এদিকে বিশ্বকাপের দলে কারা থাকবেন এমন প্রশ্নে পাপন জানান বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজ দেখে দল ঘোষণা করবো। ওই সিরিজে অনেককে খেলানো হবে। আর মাহমুদউল্লাহ রিয়াদও বিশ্বকাপ ভাবনায় আছে।
আজ হারলেও যেভাবে এশিয়া কাপের সুপার ফোরে যাবে শ্রীলঙ্কা
ক্রিফোস্পোর্টস/৫সেপ্টেম্বর২৩/এজে