Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- গুগল

শেষ মুহূর্তে এসে বিশ্বকাপের দল ঘোষণা তাও দিনভর নাটকীয়তা। অবশেষে যা হওয়ার তাই হয়েছে অবসর ভাঙিয়ে দলে ফেরানো তামিম ইকবালকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এতে চমকও আছে, দলে নেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সাকিব আল হাসানকে অধিনায়ক করে এ দল ঘোষণা করা হয়।

পুরোপুরি ফিট না হওয়ায় স্কোয়াডে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে রাখা হয়নি। তবে দলে জায়গা মিলেছে আরেক সিনিয়র খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদের।

ওদিকে এদিন টাইগারদের বিশ্বকাপ জার্সিও উন্মোচন করা হয়।

আগামী ৫ অক্টোবর ভারতে পর্দা উঠবে এবারের ওয়ানডে বিশ্বকাপের। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

বাংলাদেশের বিশ্বকাপ দল :
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: আশা পূরণ করে এশিয়ান গেমসে পদক জিতলো বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট