ক্রমেই সংক্ষিপ্ত হয়ে আসছে অপেক্ষা। আর অল্প কিছুদিন পরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই চার-ছক্কার ধুন্ধুমার আয়োজন। এবারের আসর বসছে উত্তর আমেরিকা মহাদেশে। নানান নাটকীয়তার মধ্যে দিয়ে দল ঘোষণা এবং ফটোসেশনের পর বিশ্বকাপ মিশনের জন্য দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। বর্তমান আমেরিকার পথে আছে টাইগাররা।
গতকাল বুধবার (১৫ মে) রাত ১:৪০ মিনিটে স্কোয়াডে থাকা ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেয়। এর আগে গতকাল সকালে মিরপুরে আরেকবার নিজেদের প্রস্তুত করতে অনুশীলন করে শান্ত-রিয়াদরা। এরপর আনুষ্ঠানিকভাবে হয় ফটোসেশন। এই ফটোসেশনে বিসিবির বস নাজমুল হাসান পাপন ও উপস্থিত ছিলেন।
বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে হিউস্টোনে আগামী ২১, ২৩ ও ২৫ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া ক্রিকেটাররা। এজন্যই বাংলাদেশ ক্রিকেট টিমকে আগেভাগেই বিশ্বকাপ মিশনের জন্য দেশ ত্যাগ করতে হয়েছে।
বিশ্বকাপ নিয়ে হাথুরুসিংহে-শান্ত প্রত্যাশা একই। তাদের দুজনের টার্গেট প্রথম রাউন্ড পেরোনো। বাংলাদেশের এই প্রধান কোচ বলেন, “বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষ অনেক আশাবাদী। আইসিসি ইভেন্টের বাইরে আমরা ভালোই পারফরমেন্স করি। বিশ্বকাপ নিয়ে আমাদেরও প্রত্যাশা অনেক। কোচ এবং খেলোয়াড়রা সবাই আশাবাদী। আমরা তুলনামূলকভাবে শক্তিশালী গ্রুপে আছি। আপাতত গ্রুপপর্ব পেরানো আমাদের প্রধান লক্ষ্য।’
যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশে বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ জুন শ্রীলংকা-বাংলাদেশ মধ্যকার ম্যাচে দিয়ে। এরপর দ্বিতীয় ম্যাচ খেলবে নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ জুন, ১৩ জুন ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে নেদারল্যান্ডসের বিপক্ষে, ১৭ জুন একই ভেন্যুতে নেপালকে মোকাবেলা করবে টাইগাররা।
আরও পড়ুন: বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে যে প্রেরণা দিলেন মাশরাফি
ক্রিফোস্পোর্টস/১৬মে২৪/এইচআই/এজে