দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে অ-১৯ এশিয়া কাপের এবারের আসর। আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আজ (শনিবার) মুখোমুখি হয় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। ম্যাচে আরব আমিরাতকে ৬১ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত হয় এই ম্যাচটি।
টস হেরে ব্যাট করতে নেমে টাইগার ওপেনার আশিকুর রহমান শিবলী এবং জিশান আলমের ১৭.২ ওভারে ৭৪ রানের জুটিতে ভালো শুরু পায় বাংলাদেশ। ৫৬ বলে ৪২ রান করে জিশান আলম আউট হয়ে গেলে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগার যুবারা। অন্যদিকে অপর প্রান্তে দলের হাল ধরে রেখেছিলেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলী। কিন্তু ব্যক্তিগত ৭১ রানে শিবলী আউট হয়ে গেলে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭০ রান।
এরপর আর কোনো জুনিয়র টাইগারই বড় কোন সংগ্রহ স্কোর বোর্ডে যোগ করতে পারেনি। ২২৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায় আরব আমিরাত। এরপর নিয়মিত বিরতিতে স্বাগতিক দেশ উইকেট হারাতে থাকলে এক পর্যায়ে ৯১ রানেই ৬ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় আরব আমিরাত। তবে শেষ দিকে মারুফ মার্চেন্টের ২৫ রান, আম্মার বাদামির ১৪ এবং হার্দিক পাই এর ৩০ রানের মাঝারি সংগ্রহে দলের হয়ে শুধু হারের ব্যবধানটাই কমাতে পেরেছে তারা।
সংযুক্ত আরব আমিরাত ৪৭ ওভার ৪ বলে ১৬৭ রানে অলআউট হয়ে যায়। জুনিয়র টাইগারদের হয়ে মাহফুজুর রহমান রাব্বি এবং পারভেজ রহমান জীবন সমান ৪ টি করে উইকেট নেন। বাকী ২ টি উইকেট নেন ইকবাল হোসেন ইমন এবং মোঃ রাফিউজ্জামান রাফি।
আরও পড়ুন:প্রোটিয়াদের মাঠে আরেকটি ইতিহাস গড়া হলো না টাইগ্রেসদের
ক্রিফোস্পোর্টস/০৯ডিসেম্বর২৩/এমএস/এমটি