Connect with us
ক্রিকেট

৯ উইকেটের বিশাল জয়ে এশিয়া কাপের সেমিতে বাংলাদেশের যুবারা

Bangladesh u-19 in the semi-finals of the Asia Cup with a huge victory of 9 wickets
৯ উইকেটের বিশাল জয়ে এশিয়া কাপের সেমিতে বাংলাদেশের যুবারা। ছবি- সংগৃহীত

দুবাইয়ে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় নিয়ে সেমিতে বাংলাদেশ। নিজদের দ্বিতীয় ম্যাচে জাপানকে ৯ উইকেটে হারিয়েছে টাইগার যুবারা। এই জয়ে গ্রুপ ‘বি’ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ।

সোমবার (১১ ডিসেম্বর) আসরের ৮ম ম্যাচে জাপানের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার যুবারা।

প্রথমে ব্যাট করতে নেমে দলীয় শতরান পার হওয়ার আগেই থেমে যায় জাপানের ইনিংস। ৪৭.৯ ওভার খেলে মাত্র ৯৯ রানেই অলআউট হয়ে যায় জাপান। জাপানের হয়ে নিহার পারমার (১৮), ইয়ামামোটো লেইক (১৭) এবং কাতো স্টাফোর্ড (১৩) এই তিনজনই দুই সংখ্যার ঘর ছুতে পেরেছেন।

জাপানের দেয়া ১০০ রানের ছোট লক্ষ্য খুব সহজেই টপকে যায় বাংলাদেশ। মাত্র ১১.২ ওভার খেলে ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার যুবারা। প্রথম ম্যাচের ধারাবাহিকতায় দ্বিতীয় ম্যাচেও অর্ধশতক তুলে নিয়ে ম্যাচসেরা আশিকুর রহমান শিবলি। এছাড়া ওপেনিংয়ে নামা জিসান আলম ১৬ বলে ২৯ রানের একটি ঝড়ো ইনিংস খেলে আউট হয়ে যান।

বোলিংয়েও আজ বাংলাদেশ ছিলো দুর্দান্ত। প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ৪ উইকেট নেয়া মাহফুজুর রহমান রাব্বি ৮.১ ওভার বল করে মাত্র ৯ রান খরচায় ২ টি করে উইকেট তুলে নিয়েছেন। এছাড়া আরিফুল ইসলামও ২ টি উইকেট শিকার করেন। আর জাপানের হয়ে একমাত্র উইকেটটি নেন চার্লি হিনজে।

 

আরও পড়ুন: প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন নাহিদা

ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট