Connect with us
ক্রিকেট

বাংলাদেশি ভাই, তোমাকে ভালোবাসি―রিশাদকে লাহোরের মালিক

Bangladeshi brother, I love you - the owner of Lahore tells Rishad
রিশাদের প্রশংসায় মাতেন লাহোরের মালিক। ছবি- সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে প্রথম বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলছেন রিশাদ হোসেন। প্রথমবার দেশের বাইরের লিগে খেলতে নেমে বল হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন এই তরুণ লেগস্পিনার। লাহোর কালান্দার্সের জার্সিতে প্রথম দুই ম্যাচেই শিকার করেছেন ৬ উইকেট, জয় পেয়েও তার দলও। তাই এই লেগির বোলিংয়ে মুগ্ধ লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) করাচি কিংসের বিপক্ষে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন রিশাদ। ম্যাচশেষে ড্রেসিংরুমে তার প্রশংসায় মেতে ওঠেন সামিন। লাহোর কালান্দার্সের ফেসবুক পেজে ছড়িয়ে পড়েছে সেই দৃশ্য।

সামিন বলেন, ‘আমার বাংলাদেশি ভাই (রিশাদ হোসেন) কোথায়? আমি তোমাকে ভালোবাসি। তুমি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটের মালিক। আশা করছি টুর্নামেন্ট শেষেও তুমি শীর্ষে থাকবে।’

আরও পড়ুন:

» রিশাদে মুগ্ধ ইংলিশ তারকা, তুলনা করলেন রশিদ খানের সঙ্গে

» টানা ২ জয়ের পর র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন বাংলাদেশি ক্রিকেটাররা 

এর আগে প্রথম ম্যাচে ৩ উইকেট নেওয়ার পরও রিশাদকে প্রশংসায় ভাসিয়েছিলেন সামিন। তাকে বাংলাদেশি ভাই সম্বোধন করে বলেন, ‘আমার বাংলাদেশি ভাইকে নিয়ে আমি কী বলব…রিশাদ, আমার মনে হয় তুমি আজকের গেম চেঞ্জার। তুমি যেভাবে বল করেছ, তাতে দলের আত্মবিশ্বাস বেড়েছে এবং এই টুর্নামেন্টে এই দলের বোলিং আক্রমণই সবচেয়ে সেরা সেটাও বুঝিইয়ে দিয়েছ।’

এদিকে রিশাদকে নিয়ে সবচেয়ে বেশি যিনি খুশি হবেন তিনি হয়ত লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন আফ্রিদি। সবশেষ বিপিএলের সুবাদে একসঙ্গে খেলার সুযোগ হয়েছিল তাদের। সেখানেই রিশাদকে দেখে মুগ্ধ হন শাহীন। পিএসএলে রিশাদকে লাহোরের দলের ভেড়ানোর পেছনে অবদান রয়েছে এই তারকার। এই রিশাদের প্রশংসা করতে ভুলেননি এই পেসার।

কালান্দার্স অধিনায়ক বলেন, ‘রিশাদ জাতীয় দলের হয়ে ভালো পারফর্ম করে এসেছে। সে বাংলাদেশের ভবিষ্যতের বড় তারকা। আজ মাঝের ওভারগুলোয় সে দারুণ বল করছে। মিডল অর্ডারকে একদমই সুযোগ দেয়নি।’

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে টানা জয় তুলে নিয়েছে লাহোর। আগামী ২২ এপ্রিল মুলতান সুলতানসের মুখোমুখি হবে দলটি।

ক্রিফোস্পোর্টস/১৬এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট