Connect with us
ক্রিকেট

ভারতের নাভিশ্বাস তোলা কনস্টাসকে তালিম দিয়েছেন বাংলাদেশি কোচ

Sam Konstas
স্যাম কনস্টাস। ছবি- সংগৃহীত

মাত্র ১৯ বছর বয়সে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক ঘটে গেল স্যাম কনস্টাসের। অজিদের চতুর্থ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টেস্ট ফরম্যাটে আজ মাঠে নেমেছেন তিনি। বক্সিং ডে টেস্টে আজ ভারতের বিপক্ষে ওপেনিং করেন এই তরুণ ক্রিকেটার। তবে নিজের অভিষেক ম্যাচেই চমক দিয়েছেন তিনি। আগ্রাসী ব্যাটিংয়ে তুলে নিয়েছেন নিজের ফিফটি।

প্রথমবারের মতো জাতীয় দলে খেলার সুযোগ পেয়েই বাজিমাত করেছেন কনস্টাস। ওপেনিংয়ে ২ ছক্কা ও ৬ চারের সুবাদে ৬৫ বলে ৬০ রানের ইনিংস খেলেন কনস্টাস। তবে রানের চেয়েও নজরকাড়া বিষয় ছিল তার ব্যাটিং করার অ্যাপ্রোচ। জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজদের মতো বোলারদের সামনে যেভাবে খেলেছেন এই তরুণ ক্রিকেটার, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

কনস্টাসের সুবাদে ৩ বছর কিংবা ৪৪৮৩ বল পর টেস্ট ক্রিকেটে ছক্কা হজম করেছেন বুমরাহ। তাও আবার রিভারসুইপ খেলে হাকিয়েছেন এই অজি ওপেনার। এছাড়া স্কুপ খেলেও মেরেছেন দারুন ছক্কা। ১১ম ওভারে বুমরাহর করা ওভারে তিনি তুলে নেন ১৮ রান। সেই ওভার থেকেই আসে ২ চার ও ১ ছক্কার মার। এর আগে ৭ম ওভারেও বুমরাহর বিপক্ষে কনস্টাস তোলেন ১৪ রান।

বুমরাহকে যেখানে বিশ্বসেরা ব্যাটাররাও খেলতে সাবধানী থাকেন, সেখানে এই তরুণ ক্রিকেটার নিজের অভিষেক ম্যাচেই দেখালেন চমক। অনেকটা পাড়ার বোলার বানিয়ে খেললেন বুমরাকে। আর এমন আক্রমণাত্মক ব্যাটিংয়ের পেছনে আছে এক বাংলাদেশি কোচের অবদান। তাহমিদ ইসলাম নামক সেই বাংলাদেশি কোচ কাজ করছেন কনস্টাসের ব্যক্তিগত ব্যাটিং কোচ হিসেবে।

Sam Konstas and his Bangladeshi personal batting coach Tahmid Islam

কনস্টাসের সঙ্গে বাংলাদেশি ব্যাটিং কোচ তাহমিদ ইসলাম।

মেলবোর্ন ম্যাচের আগেই কনস্টাসের কৌশলগত উন্নতি কীভাবে হবে, তা নিয়ে কথা বলেছিলেন তিনি। যেখানে তিনি জানিয়েছেন, ‘তার খেলার উন্নতির জন্য আমরা কঠোরভাবে কাজ করছি। আমি তার কৌশলগত ব্যাপার নিয়ে সূক্ষ্মভাবে কাজ করছি। একই সঙ্গে সে কীভাবে আক্রমণাত্মক শট খেলতে পারে, সেটা নিয়ে কাজ করছি।’

আরও পড়ুন:

» ২০২৪ সালে বাংলাদেশের ঝুলিতে ৬ শিরোপা, কোনটা এলো কীভাবে?

» ১৯ শে অভিষিক্ত কনস্টাসকে চাপ নিতে নিষেধ করলেন কামিন্স!

তবে কেবল বাংলাদেশের তাহমিদই নন, কনস্টাসকে নিয়ে কাজ করছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার শেন ওয়াটসনও। ম্যাচের আগে তাহমিদ বলেছিলেন, ‘ওয়াটসন তার নিজের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে। তার (কনস্টাস) মানসিক দৃঢ়তার ব্যাপারে কাজ করছে। ১৯ বছর বয়সে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে যা খেলেছে, সে অস্ট্রেলিয়াকে ভবিষ্যতে অনেক দূর এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

কোচ তাহমিদ ও কনস্টাস দুজনেই থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে। নিউ সাউথ ওয়েলস রাজ্যের এই শহরের ক্র্যানব্রুক স্কুলে কনস্টাসকে নিয়ে কাজ শুরু করেন তাহমিদ। ক্যারিয়ারের শুরুতেই জাতীয় দলের হয়ে ভারতের নাভিশ্বাস তোলা এই ক্রিকেটার তাহমিদের দেয়া আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রশিক্ষণ দারুণ ভাবে প্রদর্শন করেছেন। তাই এখন দেখার বিষয়, বাকি পথ তারা কতদূর এগিয়ে যেতে পারেন।

ক্রিফোস্পোর্ট/২৬ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট