
পাকিস্তানে চলছে আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। সেখানে শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের মেয়েদের। প্রথম দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা। যার প্রভাব পড়েছে ক্রিকেটারদের র্যাঙ্কিংয়েও। দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) মেয়েদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন জ্যোতি। ১৬ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক।
জ্যোতি ৫৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে অবস্থান করছেন। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তিনিই শীর্ষে আছেন। বড় লাফ দিয়েছেন শারমীন আক্তারও। ১১ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন এই ব্যাটার। ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ারসেরা অবস্থান।
আরও পড়ুন:
» ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ
» বাংলাদেশ বনাম ভারত : একনজরে ওয়ানডে ও টি-২০ সিরিজের সূচি
বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন জ্যোতি ও শারমীন। জ্যোতি থাইল্যান্ডের বিপক্ষে ১০১ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলেন। শারমীন থাইল্যান্ডের বিপক্ষে ৯৪ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ২৪ রান করেন। এছাড়া আইরিশদের বিপক্ষে ৬১ বলে ৬৭ রানের ম্যাচজয়ী ইনিংস খেলা ঋতু মনি ১৬ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে উঠে এসেছেন।
ব্যাটারদের মধ্যে ২ ধাপ পিছিয়ে ২৫ নম্বরে নেমে গেছেন ফারজানা হক। এছাড়া সোবহানা মোস্তারি ৯ ধাপ পিছিয়ে ৮৭ নম্বরে এবং মুর্শিদা খাতুন ৭ ধাপ পিছিয়ে ৮৯ নম্বরে অবস্থান করছেন।
এদিকে বোলারদের তালিকায় উন্নতি করেছেন রাবেয়া খান। ৭ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন তিনি। থাইল্যান্ডের বিপক্ষে কোনো উইকেটের দেখা না পেলো আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট শিকার করেন এই স্পিনার।
থাইল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট শিকার করা ফাহিমা খাতুন ৩ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে অবস্থান করছেন। আয়ারল্যান্ডের বিপক্ষেও ২টি উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া পেসার মারুফা আক্তার দুই ম্যাচে কোনো উইকেট না পেলেও ৬ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠে এসেছেন।
বাংলাদেশি বোলারদের তালিকায় শীর্ষ অবস্থানে থাকা নাহিদা আক্তারের অবনতি হয়েছে। ২ ধাপ পিছিয়ে ১২ নম্বরে অবস্থান করছেন এই স্পিনার। এছাড়া সুলতানা খাতুন ৫ ধাপ পিছিয়ে ৪৩ নম্বরে অবস্থান করছেন।
ক্রিফোস্পোর্টস/১৫এপ্রিল২৫/বিটি
