Connect with us
ক্রিকেট

লঙ্কান প্রিমিয়ার লিগে বাংলাদেশি ক্রিকেটার

LPL T20
লঙ্কান প্রিমিয়ার লিগ। ছবি- গুগল

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) জায়গা পেয়েছেন বাংলাদেশি ব্যাটার আফিফ হোসেন। টম কোহলের কাডমোরের বদলি খেলোয়াড় হিসেবে আফিফকে দলে ভিড়িয়েছে জাফফানা কিংস। এলপিএলের বাকি ম্যাচগুলোতে মাঠে নামতে পারেন বাঁহাতি এই টাইগার ব্যাটার।

এদিকে ২০১৮ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আফিফের। বিপিএলসহ দেশের ঘরোয়া ক্রিকেটে ব্যাট ও বল হাতে দারুণ পারফর্ম করেন তিনি। সাদা বলের ক্রিকেটে বর্তমানে সেরা টাইগার ব্যাটারদের একজন আফিফ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাফফানা কিংস আফিফকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। এতে ক্যাপশনে তারা লিখেছে, তারকাদের দলে যোগ দেওয়া নতুন আরেক তারকা যুদ্ধের জন্য প্রস্তুত আছেন। স্টার পরিবারে যুক্ত হতে নতুন তারকা প্রস্তুত।

আরও পড়ুন: প্লেয়ার্স বায়োগ্রাফি: মাশরাফি বিন মর্তুজা

১৮ ডিসেম্বর নিজেদের পরের ম্যাচে গলে গ্ল্যাডিয়েটরসের মুখোমুখি হবে আফিফের দল জাফফানা কিংস। ওই ম্যাচ থেকে দলটির হয়ে মাঠে নামতে পারেন আফিফ।

ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২২/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট