মানুষ তার স্বপ্নের চেয়ে বড়, এ কথাটি যেন বাংলাদেশের গ্রাউন্ডসম্যান মামুনের হয়ে আরেকবার প্রমাণ দিলো। ঠিক তাই হয়েছে বিসিবির গ্রাউন্ডসম্যান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের বেলায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির প্রধান গ্রাউন্ডসম্যান মামুন এখন নেপালের প্রধান কিউরেটর। দেশটির প্রধান ভেন্যু মুলপানি ক্রিকেট স্টেডিয়াম এখন তার কাধে। গত দুই মাস ধরে নেপালের হোম অব ক্রিকেটের পিচ ও আউটফিল্ড আন্তর্জাতিক মানের করতে সহায়তা করছেন তিনি।
যেভাবে হলেন নেপালের প্রধান কিউরেটর:
আইসিসির সহযোগী দেশগুলোর ক্রিকেট অবকাঠামোর উন্নতিতে পূর্ণ সদস্য দেশগুলো ভূমিকা পালন করে থাকে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের আমন্ত্রণে সেখানে তিন জনের একটি দল পাঠায় বিসিবি।
সেই দলে বিসিবির হেড অব গ্রাউন্ডসম্যান হিসেবে নেপালে যান আব্দুল্লাহ আল মামুন। সেখানে স্থানীয় কিউরেটর ও গ্রাউন্ডসম্যানদের নিয়ে ট্রেনিং সেশন করা হয়।
পরে দলের দুই সদস্য ফিরে এলেও মামুনকে নেপালের মুলপানি ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি সেখানে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত থাকতে পারেন।
বড় দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত মামুন বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ২০ বছর ধরে বিসিবিতে কাজ করছি। বর্তমানে বিসিবির প্রধান গ্রাউন্ডসম্যান আমি। এখানেও হেড গ্রাউন্ডসম্যান হিসেবেই এসেছিলাম, তাদের ওয়ার্কশপ করিয়েছি, পড়ে আমার কাধে বড় দায়িত্বটাই দেওয়া হয়েছে।
নেপালের মাঠে প্রাণ ফেরানো মামুন বলেন, আমাদের দেশে অনেক গ্রাউন্ডসম্যান আছে যারা অনেক কিছু পারে। তারাও এমন স্পেস পেলে করে দেখাতে পারবে।
তিনি আরও জানিয়েছেন, আগামী ১ মে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্ট শেষ করে কিছুদিন বাদে দেশে ফিরবেন।
আরও পড়ুন: আইপিএল অভিষেকটা রাঙাতে পারলেন না লিটন
ক্রিফোস্পোর্টস/২০এপ্রিল২৩/এসএ