বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০২৩ সালে স্মরণীয় একটি বছর কাটিয়েছে। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসরা ঘরের মাটিতে পাকিস্তান এবং ভারতের মত শক্তিশালী দলকে হারিয়েছে। পাশাপাশি প্রোটিয়া মেয়েদের হারিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাসও গড়েছে।
নারী দলের এমন সাফল্যে বল হাতে বড় ভূমিকা ছিল তরুণ টাইগ্রেস পেসার মারুফা আক্তারের। ২০২২ সালের ডিসেম্বর মাসে জাতীয় দলে অভিষিক্ত হওয়ার পর থেকেই তিনি বাংলাদেশ দলের একজন গুরুত্বপূর্ণ একজন সদস্য হয়ে উঠেছেন।
বল হাতে দারুণ নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ এবার আইসিসির বছরের সেরা উদীয়মান নারী খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নিয়েছেন মারুফা। তিনি ছাড়াও তালিকার বাকি তিন জন হলেন – স্কটিশ অলরাউন্ডার ডার্সি কার্টার, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ফোবে লিচফিল্ড এবং ইংলিশ পেসার লরেন বেল।
২০২৩ সালটা নারীদের ক্রিকেটে অসম্ভব আশা জাগানিয়া ছিল। অনেকেই তো বলছেন, নারীদের বড় দল হয়ে ওঠার শুরু এখান থেকেই। আর এই যাত্রার অন্যতম অপরিহার্য সদস্য তরুণ টাইগ্রেস পেসার মারুফা আক্তার। ২০২২ সালের শেষের দিকে জাতীয় দলে অভিষেকের পর থেকেই নজরকাড়া পারফরমেন্স উপহার দিয়ে যাচ্ছেন।
২০২৩ সালে মোট ৯ টি ওয়ানডে খেলে উইকেট শিকার করেছেন ১০ টি। এর মধ্যে জুলাইয়ে ঘরের মাটিতে হওয়া ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই নেন ৪ উইকেট। তিন ম্যাচে মোট ৭ টি উইকেট নিয়েছিলেন সেবার। ২০ ওভারের ক্রিকেটেও বেশ ছন্দে ছিলেন তিনি। গেল বছরের শুরুতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে নিয়েছিলেন ৩ উইকেট।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হল ভারত
ক্রিফোস্পোর্টস/০৩জানুয়ারি২৪/এমএস/এমটি