আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসরে ডাম্বুলা ফ্রাঞ্চাইজির মালিকানা কিনেছিল দুই বাংলাদেশির কোম্পানি ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ। তবে দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছেন মালিকানায় থাকা তামিম রহমান। যার ফলে ডাম্বুলা ফ্রাঞ্চাইজির সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকইনফো জানায়, বুধবার কলম্বোতে ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর অবিলম্বে ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। তাকে ২০১৯ প্রিভেনশন অফ অফেন্সেস রিলেটিং টু স্পোর্টস আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছিল, যা খেলাধুলায় দুর্নীতির সঙ্গে সম্পর্কিত।
ক্রিকইনফোকে শ্রীলঙ্কান পুলিশ জানায়, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তামিম রহমানকে কলম্বোতে একটি ফ্লাইটে উঠার আগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যে আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছে সেটির উপর আইসিসির দুর্নীতি দমন ইউনিট কাজ করছিলো।
তবে তামিম রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো এখনও স্পস্ট নয়। এ প্রসঙ্গে দেশটির ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, ‘যদিও তামিম রহমানের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট বিষয়গুলি এখনও পর্যন্ত অস্পষ্ট, তবে লঙ্কা প্রিমিয়ার লিগের সততা এবং এই লিগে নিখুঁত কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুক্তি বাতিলের কারণ হলো, এলপিএলের মূল্যবোধ এবং খ্যাতি বজায় রাখা। পাশাপাশি সকল অংশগ্রহণকারী দলের আচার আচরণ এবং ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ মান বজায় রাখা।’
গত এপ্রিলে ডাম্বুলা ফ্রাঞ্চাইজির মালিকানা কিনে নেয় গোলাম রাকিব ও তামিম রহমানের যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ। এরপর তারা ফ্রাঞ্চাইজিটির নামকরণ করেন ডাম্বুলা থান্ডার্স, যা গত আসরে ডাম্বুলা অরা নামে মাঠ মাতিয়েছে। গত কয়েকদিন আগেই বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে দলে ভেড়ায় ফ্রাঞ্জাইজিটি।
আরও পড়ুন: এলপিএলে খেলার অনুমতি পাবেন তাসকিন? কি বলছে বিসিবি
ক্রিফোস্পোর্টস/২২মে২৪/বিটি