Connect with us
ক্রিকেট

চেন্নাইয়ের পিচে নতুন ইতিহাস লিখল বাংলাদেশের পেসাররা

Bangladeshi pacers wrote a new history on the wicket of Chennai
বল হাতে চিপকে নতুন ইতিহাস লিখেছেন তাসকিন-নাহিদ-হাসানরা। ছবি- সংগৃহীত

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম চিপক নামেও পরিচিত। মূলত চিপক রাজপ্রাসাদের মাঠ থেকে ১৯১৬ সালে তৈরি করা হয় এই স্টেডিয়াম। ১০৮ বছরের পুরোনো এই স্টেডিয়ামে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে এক নতুন ইতিহাস লিখেছেন বাংলাদেশের পেসাররা।

চেন্নাইয়ের উইকেট স্পিনস্বর্গ। এখানে পেসারদের আধিপত্য তুলনামূলক কম। তবে এবার বাংলাদেশ-ভারতের টেস্টে স্পিনারদের চেয়ে পেসাররাই বেশি আধিপত্য দেখিয়েছেন। টেস্টের প্রথম দুই দিনে পড়েছে ২৩ উইকেট। যেখানে স্পিনারদের ৪ উইকেটের বিপরীতে ১৭ উইকেট শিকার করেছেন পেসাররা।

টেস্টের প্রথম দিনে ভারতের ৬ উইকেট শিকার করেছিল বাংলাদেশ। যেখানে ৫ উইকেট ছিল পেসারদের দখলে। আর দ্বিতীয় ভারতের প্রথম ইনিংসের ৪ উইকেটও পেসাররাই শিকার করেছেন। যেখানে হাসান মাহমুদ ৫টি, তাসকিন আহমেদ ৩টি এবং নাহিদ রানা ১ টি উইকেট নেন। সবমিলিয়ে ৯ উইকেটে নিয়েছেন পেসাররা।

আরও পড়ুন:

» চেন্নাই টেস্ট : শেষদিকে ৩ উইকেট, ঘুরে দাঁড়াতে পারবে শান্তরা?

» সাকিবের আউট নিয়ে বিস্ময়, কমেন্ট্রি বক্স থেকে যা বললেন তামিম 

আর তাতেই চিপকের স্পিনস্বর্গে এক নতুন ইতিহাস রচনা করেছেন বাংলাদেশের পেসাররা। ১০৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো টেস্টের এক ইনিংসে ৯ উইকেট শিকার করেছেন পেসাররা। আর কোনো দল এমন কীর্তি গড়তে পারেনি।

অবশ্য এই টেস্টেই দ্বিতীয় সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন ভারতের পেসাররা। স্বাগতিকদের হয়ে জাসপ্রিত বুমরাহ ৪টি এবং আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ ২টি করে উইকেট শিকার করেছেন।

এর আগে চিপকের উইকেটে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ৭ উইকেটে নিয়েছিলেন পেসাররা। ২০০৮ সালে চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে এক ইনিংসে ৭ উইকেট নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর ২০১৩ সালে ৭ উইকেট শিকার করে করেছিলেন অস্ট্রেলিয়ার পেসাররা।

ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট