Connect with us
ক্রিকেট

এশিয়া কাপ ফাইনাল পরিচালনা করবেন বাংলাদেশি আম্পায়ার জেসি

সাথিরা জাকির জেসি। ছবি- সংগৃহীত

সেমিফাইনালে ভারতের কাছে হেরে চলমান নারী এশিয়া কাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। তবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচেও লাল সবুজের প্রতিনিধি হিসেবে থাকছেন সাথিরা জাকির জেসি। তবে ক্রিকেটার হিসেবে নয়; এদিন ম্যাচ পরিচালনার দায়িত্বে মাঠে থাকবেন এই বাংলাদেশি নারী আম্পায়ার।

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জয়ের এই চূড়ান্ত লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা। ডাম্বুলায় আজ রোববার (২৮ জুলাই) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্যে ইতোমধ্যে তিন আম্পায়ারের নাম প্রকাশিত হয়েছে। যেখানে অনফিল্ড আম্পায়ার হিসেবেই নাম রয়েছে জেসির। চলতি এই টুর্নামেন্ট এর আগেও তিন ম্যাচে মাঠের আম্পায়ার ও দুই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশি এই নারী আম্পায়ার। আগের ম্যাচ গুলোতে ভালো পারফরম্যান্সের কারণেই এমন বড় সুযোগ পেলেন তিনি।

অনেকে মনে করতে পারেন কেবল নিরপেক্ষ আম্পায়ার হিসেবে রাখা হয়েছে জেসিকে। তবে এখানে তার বিগত ম্যাচ গুলোর প্রদর্শন মুখ্য ভূমিকা পালন করেছে বলে জানান জেসি, ‘তারা আমাকে পারফরম্যান্সের ভিত্তিতে বাছাই করে নিয়েছে ফাইনালের জন্য। পারফরম্যান্সের ভিত্তিতে র‍্যাঙ্কিং করেছে, যেখানে আমিও ছিলাম সেরা তিনজনের মাঝে।’

পুরনো নীতি অনুযায়ী কেবল নিরপেক্ষ আম্পায়ারদের অগ্রাধিকার দেওয়া হলেও এবার পদ্ধতি কিছুটা পরিবর্তন হয়েছে বলেও জানান তিনি, ‘আগে কেবল নিরপেক্ষ আম্পায়ার পছন্দ করা হতো। তবে এবার তারা নীতি পাল্টেছে। তারা সেরা পারফরম্যান্সের অগ্রাধিকার দিয়ে বাছাই করেছে। এমনকি বাংলাদেশও যদি ফাইনালে খেলত, তাও আমাকে বাছাই করা হতো।’

এর আগে চলতি বছরের মার্চেই দুই নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি ও মিশু চৌধুরীকে প্রথমবারের মতো নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর আইসিসিও তাদের আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত করে। আর এবারই প্রথমবারের মতো নারী এশিয়া কাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন জেসি।

আরও পড়ুন: নারী এশিয়া কাপ: ফাইনালে আজ ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা

ক্রিফোস্পোর্টস/২৮জুলাই২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট