বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে নাম লেখালেন শরফুদ্দৌলা ইবনে সাইদ সৈকত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক পর্যালোচনা এবং নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে তাকে নির্বাচন করা হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
৪৭ বছর বয়সী এই বাংলাদেশি আম্পায়ার ২০০৬ সাল থেকে আন্তর্জাতিক প্যানেলের একজন সদস্য ছিলেন।
আইসিসির মহাব্যবস্থাপক (ক্রিকেট) ওয়াসিম খান, সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার, অবসরপ্রাপ্ত কিউই আম্পায়ার টনি হিল এবং বিশেষজ্ঞ পরামর্শদাতা মাইক রিলির সমন্বয়ে গঠিত একটি নির্বাচন প্যানেল দ্বারা সৈকতকে এলিট প্যানেলের সদস্য হিসেবে উন্নীত করা হয়েছে।
২০১০ সালে মিরপুরের মাটিতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে ম্যাচ পরিচালনার মধ্য দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করার সুযোগ পেয়েছিলেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে এলিট প্যানেলে জায়গা পাওয়ার পর উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, ‘আইসিসির এলিট প্যানেলে নাম লেখাটা অনেক সম্মানের।’
তিনি আরো বলেন, ‘আমার দেশ থেকে প্রথম আম্পায়ার হিসেবে এই প্যানেলে যুক্ত হতে পারা বিশেষ কিছু এবং আমার প্রতি যে বিশ্বাস স্থাপন করা হয়েছে আমি তার যথার্থতা প্রদর্শনের জন্যে উন্মুখ থাকব। বিগত বেশ কিছু বছর ধরে আমি যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছি এবং এখন আমি আরও চ্যালেঞ্জিং এসাইনমেন্ট এর জন্য প্রস্তুত।’
এমন সুযোগ পাওয়ার পর সকলকে ধন্যবাদ জানিয়েছেন শরফুদ্দৌলা সৈকত, ‘আমি আইসিসি এবং বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এবং আমার অন্যান্য সহকর্মীদের তাদের সমস্ত সাহায্য এবং নির্দেশনার জন্য সমর্থন করার জন্য। আমার পাশে দাঁড়ানো এবং সমর্থন করার জন্য আমি আমার পরিবার এবং বন্ধুদেরও ধন্যবাদ জানাতে চাই।’
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলা ইবনে সৈকত আইসিসি পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন। গেল ভারত বিশ্বকাপে পাঁচ ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া বাংলাদেশের দ্বিতীয় অ্যাম্পেয়ার হিসেবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ব্রিসবেন টেস্টে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
শরফুদ্দৌলা এখন পর্যন্ত ১০ টেস্ট, ৬৩ ওয়ানডে এবং ৪৪ টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। নারী ক্রিকেটে ১৩ ওয়ানডের পাশাপাশি ২৮ টি-টোয়েন্টিতে মাঠে ছিলেন তিনি। এছাড়া ২০১৭ এবং ২০২২ নারী বিশ্বকাপেও আম্পায়ারিং করেছিলেন সৈকত। ২০১৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও দায়িত্ব পালন করেন তিনি।
আরও পড়ুন: নাজমুল শান্তর নেতৃত্ব নিয়ে যা বললেন সাকিব
ক্রিফোস্পোর্টস/২৮মার্চ২৪/এফএএস