আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর অংশ হিসেবে পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী ২১ আগস্ট থেকে শুরু মাঠে গড়াবে এই সিরিজটি। আজ শুক্রবার (১৬ আগস্ট) আসন্ন এই সিরিজের ধারাভাষ্য প্যানেলের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এই সিরিজের জন্য পাঁচজন ধারাভাষ্যকার ও একজন উপস্থাপকের একটি তালিকা প্রকাশ করেছে পিসিবি। যেখানে বাংলাদেশ থেকে একমাত্র ধারাভাষ্যকার হিসেবে আছেন দেশের ক্রীড়াপ্রেমীদের পরিচিত মুখ আতহার আলী খান। বাংলাদেশ বিশ্বের যে প্রান্তেই খেলে, সেখানেই শোনা যায় তার কণ্ঠ।
এই প্যানেলে পাকিস্তান থেকে থাকছেন তিন জন ধারাভাষ্যকার। তারা হলেন- আমির সোহাইল, বাজিদ খান ও উরুজ মুমতাজ। এছাড়া দক্ষিণ আফ্রিকার নিক কম্পটনও রয়েছেন এই তালিকায়। আর একমাত্র উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সিকান্দার বাখত।
আরও পড়ুন:
» অনুশীলনের সুযোগ-সুবিধায় মুগ্ধ হয়ে পিসিবির প্রশংসায় শরিফুল
» বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচ শঙ্কার মুখে!
এদিকে, দুই টেস্ট খেলতে গত ১২ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেয় বাংলাদেশ। বর্তমানে পাকিস্তানের লাহোরে অবস্থান করছে জাতীয় দলের ক্রিকেটাররা। লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে ১৪ আগস্ট থেকে অনুশীলন শুরু করেছে তারা এবং আজ সেখানে অনুশীলন শেষ হয়েছে। আগামীকাল (১৭ আগস্ট) ইসলামাবাদে যাবে টাইগাররা এবং সেখানে আরো তিনদিন অনুশীলন চলবে।
আগামী ২১ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এরপর ৩০ আগস্ট লাহোরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ক্রিফোস্পোর্টস/১৬আগস্ট২৪/বিটি