Connect with us
ক্রিকেট

পিএসএলের ড্রাফটে সাকিব-মুস্তাফিজসহ নাম দিয়েছেন যারা

Bangladeshis in 2025 PSL draft
বাংলাদেশ থেকে বেশ কয়েকজন নাম দিয়েছেন পিএসএল ড্রাফটে। ছবি- সংগৃহীত

আইপিএল-২০২৫ এর মেগা নিলামে দল পাননি বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। যার মধ্যে ছিলেন বাংলাদেশিরাও। বাংলাদেশ থেকে নিয়মিত আইপিএল মাতানো সাকিব-মুস্তাফিজরাও দল পাননি আইপিএলের মেগা নিলামে। তবে আসন্ন পিএসএল ২০২৫– আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন এই দুই তারকা। এছাড়া বাংলাদেশ থেকে আরো বেশ কয়েকজন ক্রিকেটার এবারের ড্রাফটে নাম দিয়েছেন।

সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের ড্রাফটে নাম দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ। তবে সাকিব-মুস্তাফিজ ছাড়াও আরো বেশ কয়েকজন বাংলাদেশি পিএসএল ড্রাফটে নাম দিয়েছে। এক প্রতিবেদনে এই ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট পাকিস্তান।

ইতোমধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার পিএসএল ড্রাফটে নাম দিয়েছেন। এর মধ্যে সাকিব-মুস্তাফিজ ছাড়াও বড় নাম মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ। সম্প্রতি গ্লোবার সুপার লিগে টুর্নামেন্ট সেরা হওয়া সৌম্য সরকারও রয়েছেন এই তালিকায়। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদরাও নাম দিয়েছেন।

আরও পড়ুন:

» ২০২৪ সালে বাংলাদেশের সেরা পাঁচ রান সংগ্রাহক

» দল পেয়েও খেলতে না পারার অনিশ্চয়তায় তাইজুল-রিশাদরা

বর্তমানে দুর্দান্ত ছন্দে থাকা জাকের আলী, শামীম পাটোয়ারিও নাম দিয়েছেন ড্রাফটে। বল হাতে গতির ঝড় তোলা নাহিদ রানাও দেশের ক্রিকেটে সাফল্যের পর এবার বিদেশি ফ্রাঞ্চাইজি লিগেও নজর দিয়েছেন। এবারের পিএসএল ড্রাফটে নাম দিয়েছেন এই উদীয়মান তারকাও। এছাড়া চলমান বিগ ব্যাশ লিগে দল পেয়েও শেষ পর্যন্ত খেলতে না পারা রিশাদ হোসেনও আছেন এই তালিকায়।

ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, পিএসএল ড্রাফটের প্রাথমিক তালিকায় সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন মুস্তাফিজুর রহমান। এই ক্যাটাগরিতে আরো রয়েছেন ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, জেসন রয়ের মতো তারকা ক্রিকেটাররা। আর দ্বিতীয় সর্বোচ্চ দামি ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন সাকিব আল হাসান। এই ক্যাটাগরিতে অন্যান্য বিদেশি তারকাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নবী, কুশাল মেন্ডিস ও ডেভিড উইলিরা। তবে বাংলাদেশের বাকি ক্রিকেটারদের ক্যাটাগরি সম্পর্কে এখনো জানা যায়নি।

আগামী ৮ এপ্রিল মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের দশম আসর। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।

পিএসএলের ড্রাফটে নাম দেয়া বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা:

সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, শেখ মেহেদি, জাকের আলী, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন, শামীম পাটোয়ারি, তানজিদ হাসান তামিম, তাইজুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাইফ হাসান, শহিদুল ইসলাম ও রিপন মন্ডল।

ক্রিফোস্পোর্টস/১জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট