Connect with us
ক্রিকেট

চট্টগ্রাম টেস্টেও বিবর্ণ বাংলাদেশের ব্যাটিং!

Bangladesh vs South Africa_2nd Test_Day 2
চট্টগ্রাম টেস্টে শুরুতেই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

ভারত সিরিজ থেকেই বিবর্ণ বাংলাদেশের ব্যাটিং। যা চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজেও বয়ে এনেছে বাংলাদেশের ব্যাটাররা। প্রথমে মিরপুর টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছে ব্যাটাররা। বিশেষ করে টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটাররা আসা-যাওয়ার মধ্যেই ছিলেন। এবার চট্টগ্রাম টেস্টেও দেখা গেল একই চিত্র।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। পাহাড়সম রানের জবাবে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৩৮ রান তুলতেই ৪ উইকেট নেই স্বাগতিকদের। এ যেন মুহূর্তেই ব্যাটিং পিচ বোলিং পিচে রূপান্তরিত হয়েছে!

দিনের তৃতীয় সেশনের শেষদিকে ব্যাট করতে নেমে ৯ ওভারে ৪ উইকেটে হারিয়ে ৩৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মাঠে অপরাজিত আছে মুমিনুল হক (৬) ও নাজমুল হোসেন শান্ত (৪)।

আরও পড়ুন:

» টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি মিরাজের

» শান্তর অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার সম্পর্কে যা বললেন ফারুক আহমেদ

ব্যাটিংয়ে নেমে আজও ব্যর্থ হয়েছেন ওপেনার সাদমান ইসলাম। ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেনি তিনি। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ফিরে গেছেন ১০ রান করে। এছাড়া জাকির হাসান ২ ও হাসান মাহমুদ এ রান করে বিদায় নেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ২টি উইকেট শিকার করেছেন। এছাড়া ডেন পেটারসন ও কেশভ মহারাজ ১টি করে উইকেট নিয়েছেন।

এর আগে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বাংলাদেশের প্রাপ্তি ছিল কেবল দুই উইকেট। টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবসের সেঞ্চুরিতে ৩০৭ রান তুলেছিল প্রোটিয়ারা। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনে তিন উইকেট তুলে নিয়ে কিছুটা আশা জাগিয়েছিলেন তাইজুল ইসলাম। তবে উয়াইন মুল্ডার ও মুথুস্বামীর ১৫৪ রানের অপরাজিত জুটিতে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে প্রোটিয়ারা। মুল্ডার ১০৫ ও মুথুস্বামী ৬৮ রানে অপরাজিত ছিলেন।

ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট