Connect with us
ক্রিকেট

জিসান-সাইফুদ্দিনের নৈপুণ্যে ওমানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের

bangladeshi crickter
জিসান আলম। ছবি: সংগৃহীত

হংকং সিক্সেস টুর্নামেন্টে ওমানকে ৩৪ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ওমানকে উড়িয়ে দিয়ে শুভসূচনা মোহাম্মদ সাইফউদ্দিনদের।

এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ। প্রথম থেকেই তাণ্ডব চালান ইয়াসির আলী এবং জিসান আলম। ৮ টি ছক্কা এবং একটি চারের সাহায্যে ১২ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলে রিটার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন জিসান।

এরপর ২২ গজে আসেন অধিনায়ক মোহাম্মদ সাইফুদ্দিন। তিনিও প্রতিপক্ষ বোলারদের ধ্বংসস্তূপে পরিণত করেন। একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন এ ব্যাটার। ১২ বলে ৫৫ রান করে তিনিও রিটার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। শেষ পর্যন্ত ছয় ওভার ১৪৭ রানের পাহাড়সম পুঁজি পায় বাংলাদেশ।

টুর্নামেন্টের নিয়মনুযায়ী ব্যক্তিগত ৫০ রানের পর আর ব্যাট করতে পারবেন না। ফলে জিসান ও সাইফউদ্দিন হাফ সেঞ্চুরির পর আর ব্যাট করতে পারেননি। তারা রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন।

পাহাড়সম রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত পেলেও একের পর এক উইকেট খোয়াতে থাকে ওমান। শেষ পর্যন্ত সব কয়েকটি হারিয়ে ১১৩ রান পর্যন্ত তুলতে সক্ষম হয় ওমান। ওমানের হয়ে ব্যাট হাতে ৮ বলে ২৯ রান করেন ভিনায়েত শুক্লা। ৫ বলে ২৪ রান করেন হাসনাইন শাহ।

বাংলাদেশের হয়ে বল হাতেও এদিন উজ্জ্বল ছিলেন তরুণ জিসান। দলের হয়ে ২টি উইকেট শিকার তিনি। তাছাড়াও সাইফউদ্দিন, সোহাগ গাজী ও আবু হায়দার একটি করে উইকেট শিকার করেছেন এ ম্যাচে।

আরও পড়ুনঃ লুইসের ঝোড়ো ব্যাটিংয়ে উইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের হার ইংল্যান্ডের

ক্রিফোস্পোর্টস/১ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট