Connect with us
ক্রিকেট

আফগানদের বিপক্ষে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ স্থগিত

বাংলাদেশ বনাম আফগানিস্তান। ছবি- সংগৃহীত

চলতি বছরের জুলাই মাসে বিদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের পূর্ণাঙ্গ সিরিজ। যেখানে ছিল ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরমেটের তিনটি করে ম্যাচ। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলার কথা ছিল আরও দুটি টেস্ট ম্যাচ। তবে ব্যস্ত সূচির কথা মাথায় রেখে আপাতত স্থগিত করা হয়েছে এই সিরিজ।

দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিক্রমে বাংলাদেশ-আফগানিস্তান এই পূর্ণাঙ্গ সিরিজটি স্থগিত করা হয়। তবে পরবর্তীতে কোন ফাঁকা সূচি দেখে এই সিরিজটি আয়োজন করা হবে। তবে এখনই কোন পরবর্তী তারিখ জানানো হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শনিবার (৩০ মার্চ) ক্রিকেট ভিত্তিক  ওয়েবসাইট ক্রিকবাজকে জালাল ইউনুস বলেন, ‘দুই বোর্ড অন্য কোনো সময়ে সিরিজটি খেলার বিষয়ে সম্মত হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটির তারিখ পরিবর্তন করা হয়েছে।’ তবে আপাতত বিদেশের মাটিতে এই সিরিজটি আয়োজনের তেমন ফাঁকা সূচি নেই উভয় দেশের।

এটিকে আগামী জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে মোট আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এদিকে বিশ্বকাপ শেষে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে টাইগারদের যেখানে খেলা হবে দুটি টেস্ট ম্যাচ। এরপর ভারত সফরে গিয়ে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। 

এদিকে অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। নভেম্বর-ডিসেম্বরে টাইগাররা ওয়েস্ট ইন্ডিজ সফর করবে। সেখানে তিন ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টির সঙ্গে আছে দুই টেস্ট। চলতি বছর সব মিলিয়ে সর্বোচ্চ বারো টেস্ট খেলার কথা থাকলেও জিম্বাবুয়ে এবং আফগানিস্তান সিরিজে দুটি করে চারটি টেস্ট স্থগিত হয়েছে।

আরও পড়ুন: মেসিকে নিয়ে দুশ্চিন্তায় ইন্টার মায়ামি

ক্রিফোস্পোর্টস/৩০মার্চ২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট