
এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপের গত চার আসরে একচেটিয়া রাজত্ব করেছে বাংলাদেশ। গত ৪ আসর ধরে শিরোপা নিজেদের ঘরেই রেখেছিল লাল-সবুজ জার্সিধারীরা। তবে টানা পাঁচবারের মতো শিরোপা জেতা হলো না দলটির। সেমিফাইনালে ওমানের কাছে হেরে বিদায় নিয়েছে গত ৪ আসরের চ্যাম্পিয়নরা।
শুক্রবার (২৫ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপ হকির সেমিফাইনালে ওমানের কাছে ৫-৪ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে এএইচএফ কাপের সেমিফাইনাল থেকেই বিদায়ের ফলে হকির এশিয়া কাপেও খেলতে পারবে না বাংলাদেশ। এতে ৪৩ বছর পর হকির এশিয়া কাপে খেলা হচ্ছে না লাল-সবুজের প্রতিনিধিদের।
এদিন জাকার্তায় ম্যাচের ৮ মিনিটেই লিড নেয় ওমান। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। এর পাঁচ মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে সোহানুর রহমান সবুজের গোলে সমতায় ফেরে বাংলাদেশ।
আরও পড়ুন:
» কবে মাঠে ফিরছেন তামিম? জানালেন নিজেই
» হৃদয়ের শাস্তিকে ‘হাস্যকর’ বলছেন তামিম, বিসিবির নতুন সিদ্ধান্ত
দ্বিতীয় কোয়ার্টারের অষ্টম মিনিটে লিড নেয় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোলটি করেন আশরাফুল ইসলাম। তবে তিন মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতায় ফেরে ওমান। দ্বিতীয় কোয়ার্টারের শেষদিকে আবারও এগিয়ে যায় ওমান। এরপর তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই লিড দ্বিগুণ করে নেয় ওমান।
ম্যাচ ৩৮ মিনিটে ওবায়দুল জয়ের গোলে ব্যবধান কমায় বাংলাদেশ। তবে তৃতীয় কোয়ার্টারের শেষদিকে আবারও লিড বাড়ায় ওমান। ফলে দুই গোল পিছিয়ে থেকে শেষ কোয়ার্টারে যায় বাংলাদেশ। ম্যাচের ৫৪ মিনিটে সবুজের গোলে ব্যবধান কমায় দলটি। তবে শেষ ৬ মিনিটে গোল করতে না পারায় সমতায় ফিরতে ব্যর্থ হয় লাল-সবুজের প্রতিনিধিরা। এতে ৫-৮ গোলের ব্যবধানে হেরে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের।
আগামী রোববার (২৭ এপ্রিল) এএইচএফ কাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।
ক্রিফোস্পোর্টস/২৫এপ্রিল২৫/বিটি
