বিশ্বকাপে অষ্টম রাউন্ডের ম্যাচ শেষে ফের ওলট পালট পয়েন্ট টেবিল। পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ইংল্যান্ড। এতে করে শঙ্কায় পড়েছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন। টুর্নামেন্টে দ্বিতীয় জয়ে বাংলাদেশ, শ্রীলংকা ও নেদারল্যান্ডের মতো সমান ৪ পয়েন্ট রয়েছে ইংলিশদেরও।
তবে নেট রান রেটে এগিয়ে থাকা ইংল্যান্ডের অবস্থান ৭ম এবং এক ধাপ নিচে নেমে বাংলাদেশ অবস্থান এখন ৮ম। বুধবার পুনেতে নেদারল্যান্ডের বিপক্ষে ১৬০ রানের দাপুটে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এতে করে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে আরো নড়বড়ে হয়ে গেল বাংলাদেশের অবস্থান।
শেষ ম্যাচ জিতলেও নিশ্চিত হবে না চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন। তাকিয়ে থাকতে হবে বাকি ম্যাচের দিকেও। কেননা নেট রান রেটের হিসেবে ইংল্যান্ড রয়েছে বাংলাদেশের উপরে এবং শ্রীলংকাও রয়েছে খুবই কাছাকাছি। সমান চার পয়েন্ট পেয়ে ৭ম স্থানে থাকে ইংল্যান্ডের নেট রানরেট (-০.৮৮৫) এবং অষ্টম অবস্থানে থাকা বাংলাদেশের রানরেট (-১.১৪২)। নবম এবং দশম স্থানে থাকা শ্রীলঙ্কা ও নেদারল্যান্ড
আগেই জানা গিয়েছিল ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি ট্রফিতে খেলার সুযোগ পাবে মোট আট দল। আয়োজক পাকিস্তানসহ চলতি বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল পাবে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট। প্রথম ছয় দল ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে পঁচিশে পাকিস্তানে বসতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। বাকি দুই দলের জন্য লড়াই করছে বাংলাদেশ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ড।
আরও পড়ুন: ‘টাইমড আউট’ নিয়ে মন্তব্য করায় বিসিবির তোপের মুখে অ্যালান ডোনাল্ড
ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৩/এসএস/এজে