হংকংয়ে চলছে ৬ ওভারের হংকং সিক্সেস টুর্নামেন্ট। সেখানে আজ (রবিবার) সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হয় বাংলাদেশ। কিন্তু ৬ ওভারের ম্যাচে বাংলাদেশ খুব বেশি বড় স্কোর গড়তে পারেনি। ফলে সেই লক্ষ্য খুব সহজে পূরণ করে ফেলে শ্রীলঙ্কা। একই সাথে হংকং সিক্সেস টুর্নামেন্টের ফাইনালে পৌছে গেছে তাঁরা। এই নিয়ে একই টুর্নামেন্টে দুই বার বাংলাদেশকে হারিয়েছে শ্রীলঙ্কা।
মূলত বাংলাদেশের বাজে ব্যাটিং-বোলিংয়ের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে হারের মুখ দেখতে হয়েছে সাইফুদ্দিন-জিসানদের। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে দেখা হয়েছিল দুই দলের সেখানেও হারের মুখ দেখতে হয় বাংলাদেশকে।
হংকং সিক্সেস টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে আজ (রবিবার) মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। ম্যাচের শুরুতেই ব্যাট করতে নেমে ৬ ওভারে বাংলাদেশ ১০৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। এতে করে প্রথম আসরের ফাইনালে পৌছে যায় শ্রীলঙ্কা।
এদিকে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। ফলে পরবর্তী ম্যাচ ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপনার জিসান আলম মেরে খেলতে থাকলেও অপরপ্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি আরেক ওপেনার আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশ তোলে ৬ ওভারে ১০৩ রান তিনি ১১ বলে তুলে ৩৬ রান করে আউট হন জিসান আহমেদ। ইনিংসে ৫ টি ছয় ও একটি চার মারেন তিনি। এরপর ইনিংস এগিয়ে নিতে থাকেন সাইফুদ্দিন। তবে শেষ পর্যন্ত ১২ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন তিনি।
অন্যদিকে বাংলাদেশের বাকি ক্রিকেটাররাও ম্যাচের হাল ধরতে পারেনি। আজকের ম্যাচে গোল্ডেন ডাক মারেন ইয়াসির আলি। ৬ বলে ১৮ রান করে আবু হায়দার রনি বিদায় নিলে বাংলাদেশের ইনিংস থামে ১০৩ রানে।
জবাবে ব্যাট করতে নেমে সাইফুদ্দিনের করা ইনিংসের প্রথম ওভারেই ২৫ রান তোলে শ্রীলঙ্কা। এক ওভারে ৫ টা চার মারেন লংকান ব্যাটার স্যান্ডুন উইরাক্কোদি। ২য় ওভারেও সোহাগ গাজীর বলে ২১ রান তোলে শ্রীলঙ্কা।
মাঝের দিকে ৪ রান দিয়ে ২ উকেট তুলে নেয় জিসান আহমেদ। যদিও ততক্ষণে ম্যাচ হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের। শেষের ওভারে দরকার ছিল ১৪ রান যা এক বল হাতে রেখেই তুলে নেয় শ্রীলঙ্কা।
বাজে ব্যাটিংয়ের দিনে বল হাতেও বাংলাদেশ ছিল ছন্নছাড়া। সাইফুদ্দিন দুই ওভারে দেন ৪৪ রান। আবু হায়দার রনি এবং সোহাগ গাজীরা এক ওভার বল করে ২০ এর বেশি রান বিলিয়ে দেন।
আরো পড়ুন : দুই যুগ পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ ভারত
ক্রিফোস্পোর্টস/০৩নভেম্বর২৪/এসআর