মধ্যাহ্ন বিরতির আগে শেষ বলে মিড উইকেট দিয়ে বাউন্ডারি হাকান সাদমান ইসলাম। আর এতেই টেস্ট ক্রিকেটে নিজের তৃতীয় অর্ধশতক তুলে নিলেন এই টপ অর্ডার ব্যাটার। বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত তার সঙ্গে উইকেটের আরেক প্রান্তে টিকে রয়েছেন মমিনুল হক। তিনিও রয়েছেন ফিফটির দ্বারপ্রান্তে। এই দুই ব্যাটারে ভর করে দিনের শুরুর ধাক্কা সামলে নিয়েছে বাংলাদেশ।
গতকাল বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের খেলায় ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। দিনের শেষ দিকে ১২ ওভার ব্যাট করে কোন উইকেট না হারিয়ে ২৭ রান তুলেছিল বাংলাদেশ। সেখান থেকে আজ ফের শুরু করে টাইগাররা। তবে এদিন বেশিক্ষণ টিকে থাকতে পারেননি ওপেনার জাকির হাসান। দলীয় ৪ রান যোগ করতেই নাসিম শাহ’র বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।
এরপর সাদমান ইসলামকে সঙ্গ দিতে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লম্বা সময় ব্যাটিং করে দেখে শুনে উইকেটে থিতু হওয়ার চেষ্টা চালান তিনি। তবে ৪২ বল মোকাবেলা করে শেষ পর্যন্ত ১৬ রানে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। খুররম শাহজাদের বলে বোল্ড হন শান্ত। এরপর মমিনুল হককে সঙ্গে নিয়ে দলের ইনিংস মেরামতের কাজ করেন ওপেনার সাদমান ইসলাম।
এই দুই ব্যাটার লম্বা সময় উইকেটে টিকে থেকে থেকে দলকে দিয়েছে ৮১ রানের স্বস্তিদায়ক জুটি। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত মমিনুল হক খেলেন ৬৬ বলে ৪৫ রানের ইনিংস। যেখানে তার ব্যাট থেকে এসেছে ৪টি চারের মার। অপরদিকে ৬ বাউন্ডারিতে ১২৩ বলে ৫৩ রানের একটি ধৈর্যশীল ইনিংস দলকে উপহার দেন সাদমান ইসলাম।
আরও পড়ুন: সৌদি ফুটবলে এবার নাম লেখাতে যাচ্ছেন দিবালা!
ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৪/এফএএস