Connect with us
ক্রিকেট

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথমবার টি-টোয়েন্টি জয়

crifo BD vs NZL 1st t-20
লিটন দাস অপরাজিত ৪২ রান করেন। বোলাররা রান চেপে ধরেন। ছবি- ক্রিকইনফো

ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারালেও বিদেশের মাটিতে সেটা হচ্ছিলো না টাইগারদের। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে-বলে সমান আধিপত্য দেখিয়ে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে নাজমুল হাসান শান্তর দল।

বুধবার (২৭ ডিসেম্বর) টস জিতে আগে বোলিং করে নিউজিল্যান্ডকে ১৩৪ রান তুলতে দেয় বাংলাদেশ। জবাবে ৫ উইকেট ও ৮টি বল হাতে রেখে জয়ের বন্দরে তরী নোঙর করেন লিটন দাসরা।

ম্যাচে এরকম উপলক্ষ্য বারবার এসেছে। ছবি- ক্রিকইনফো

লিটন দাস অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেছেন। কিন্তু এই ইনিংসটা অনেকদিন মনে রাখবে ক্রিকেটপ্রেমীরা। ছোট লক্ষ্য হলেও একের পর এক উইকেট পড়লেও লিটন হাল ধরে রেখেছিলেন। মাঝে রান নিতে গিয়ে ড্রাইভ দিয়ে ইনজুরিতে পড়ার শঙ্কায় ছিলেন।

উঠে যাবেন? সে উপায়ও ছিল না। স্বীকৃত ব্যাটার হিসেবে লিটনই ছিলেন একাই। দল খানিক ব্যাকফুটেই ছিল, তবে লিটন ছিলেন ভরসার প্রতীক হয়ে। চারের পরেই ছয়, স্কুপের ঐ ছয়টায় ম্যাচ বাংলাদেশের হাতের নাগালে। কমেন্ট্রি বক্স থেকেই ভেসে আসে ‘এক পা নিয়েই’!

লিটনের সঙ্গে যোগ্য সঙ্গ দেন শেখ মাহেদী। বল হাতে দুটি উইকেট নেয়া মাহেদী ব্যাট হাতে ১৬ বলে ১৯ রানে অপরাজিত থেকে লিটনের সঙ্গে ৪০ রানের জুটি গড়ে দল জিতিয়ে মাঠ ছাড়েন।

এর আগে রনি তালুকদার (১০) ও নাজমুল হাসান শান্ত (১৯) ফিরে গেলে কিছুটা ব্যাকফুটে যায় বাংলাদেশ। তবে ১৫ বলে ২২ রান দলকে এগিয়ে দিয়ে যান সৌম্য সরকার। তাওহীদ হৃদয় ১৯ করে ফেরার পর আফিফ ফিরে যান ১ রানেই। তবে মাহেদীকে নিয়ে বাকি পথ পাড়ি দেন লিটন।

এর আগে বোলিংয়ে নেমে দলীয় ১ রানেই নিউজিল্যান্ডের তিন ব্যাটারকে ফিরিয়ে দেয় বাংলাদেশের বোলাররা। শরিফুল ৩টি, মাহেদী ও মুস্তাফিজ দুটি করে এবং তানজিম সাকিব ও রিশাদ হাসান একটি করে উইকেট নেন।

জিমি নিশামের ৪৮, স্যান্টনারের ২৩, চ্যাপম্যানের ১৯ ও অ্যাডাম মিলনের ১৬ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ১৩৪ রান তোলে স্বাগতিক নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ১৩৪/৯ (২০)
বাংলাদেশ ১৩৭/৫ (১৮.৪)
ফলাফল বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
ম্যাচ সেরা মাহেদী হাসান। ১৯* (১৬), ২/১৪

আরও পড়ুন: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সৌম্যর খেলা নিয়ে ইতিবাচক হাথুরুসিংহে

ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৩/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট