Connect with us
ক্রিকেট

বাংলাদেশের ইতিহাস গড়া জয়, হোয়াইটওয়াশের লজ্জা পেল পাকিস্তান

পাকিস্তানকে হারাল পাকিস্তান। ছবি- ক্রিকইনফো

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবার সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টেও জয় তুলে নিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে নাজমুল শান্তর দল। এতে করে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে কোন একাধিক ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পেল পাকিস্তান।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলায় মাঠে নেমেছিল বাংলাদেশ। যেখানে স্বাগতিক পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। এর আগে সিরিজের প্রথম ম্যাচেও ১০ উইকেটের বড় জয় পেয়েছিল শান্তরা। এতে ইতিহাসে প্রথমবার বিদেশের মাটিতে টানা দুই টেস্টে জয় পেল বাংলাদেশ দল।

দ্বিতীয় ইনিংসে লিড নিয়েও বাংলাদেশের বোলিং তোপে ১৮৫ রানের বেশি টার্গেট দিতে পারেনি পাকিস্তান। সেই লক্ষ্যে গতকাল শেষ বেলায় উড়ন্ত শুরু করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। আজ স্কোরবোর্ডে ৪২ রান এবং সবগুলো উইকেট হাতে রেখেই দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ।

গতকাল ম্যাচ স্থগিত হওয়ার আগে ঝড়ো ব্যাটিং করেছিলেন ওপেনার জাকির হাসান। তবে দেখে শুনে ফেলেছিলেন অপরপ্রান্তে থাকা ইসলাম। যদিও আজ দিনের শুরুতে পাকিস্তানের প্রতিরোধে বেশিক্ষণ টিকতে পারেননি সেই দুই ওপেনার।

টাইগার ওপেনার জাকির ও সাদমান।

ঝড়ো ব্যাটিং করা জাকির হাসান এদিন আউট হয়েছেন মীর হামজার বলে বোল্ড হয়ে। ৩৯ বলে এই ওপেনার ২ ছক্কা ও ৩ বাউন্ডারিতে করেছিলেন ৪০ রান। অপরদিকে সাদমান ইসলাম খেলেন ৫১ বলে ২৪ রানের ইনিংস। খুররাম শেহজাদের বলে মিড অফে সহজ ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন তিনি।

এরপর মমিনুল হককে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের দায়িত্বশীল কাজ করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের মধ্যকার ৫৭ রানের জুটি ভাঙ্গে শান্ত ৩৮ রানে বিদায় নিলে। এরপর মমিনুল হকও আউট হন ৩৭ রান করে। এতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে পাকিস্তান।

তবে জয়ের পথে আর কোন বাধা আসতে দেননি উইকেটে থাকা মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। শেষ পর্যন্ত নিজেদের কাঁধে দায়িত্ব নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। মুশফিক ২২ এবং সাকিব ২১ রানে অপরাজিত থেকে শেষ করেছেন ম্যাচ। 

প্রসঙ্গত, টেস্টের প্রথম ইনিংসে ২৭৪ রান সংগ্রহ করেছিল স্বাভাবিক পাকিস্তান। জবাবে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও লিটন-মিরাজের দৃঢ়তায় ২৬২ রান করে বাংলাদেশ। ১২ রানের লিড নিয়ে ব্যাটিং করেও ১৮৫ রানের বেশি টার্গেট ছুড়ে দিতে পারেনি পাকিস্তান। যা শেষ দিনের খেলায় ৬ উইকেট হাতে রেখেই টপকে যায় সফরকারীরা।

আরও পড়ুন: ৫ উইকেটের কীর্তি গড়ে মাঠেই সিজদা হাসান মাহমুদের

ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট