
চলমান আইসিসি নারী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে ওয়ানডে সংস্করণে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানের জয় তুলে নেয় টাইগ্রেসরা। এবার দ্বিতীয় ম্যাচে এসে আয়ারল্যান্ডের বিপক্ষে আরো একটি রেকর্ডগড়া জয়ের দেখা পেল দলটি। নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
আজ রবিবার (১৩ এপ্রিল) টুর্নামেন্টের সপ্তম ম্যাচে আইরিশ মেয়েদের ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে খেলতে নেমে ৪৮.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগ্রেসরা। ৬১ বলে ৬৭ রান করে জয়ের নায়ক ঋতু মনি।
এদিন রান তাড়ায় নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ফিরে যান ফারজানা হক। অর্লা পেন্ডারগাস্টের বলে ক্যাচ তুলে দিয়ে ডাক মেরে ফেরেন এই ওপেনার। ইনিংসের পঞ্চম ওভারে দলীয় ২ রানের মাথায় পেন্ডারগাস্টের শিকার হয়ে ফিরে যান আরেক ওপেনার ইশমা তানজিম।
আরও পড়ুন:
» পিএসএলে রানার ‘গতির ঝড়’ দেখতে মুখিয়ে আছে পাকিস্তানিরা
» পিএসএলে রিশাদের অভিষেক, ক্যাপ পরিয়ে দিলেন শাহীন (ভিডিও)
শুরুতেই দুই উইকেট হারিয়ে অনেকটা চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর শারমীন আক্তার ও নিগার সুলতানার ব্যাটে চাপ সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তবে দলীয় ৫৪ রানের মাথায় শারমীন (২৪) ফিরে গেলে ফের ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। নতুন ব্যাটার হিসেবে মাঠে আসা সোবহানা মোস্তারি দলীয় ৮২ রানের মাথায় ফিরে যান। তার ব্যাট থেকে আসে ৭ রান।
তবে অপর প্রান্তে ব্যাট দক্ষতার পরিচয় দিয়ে ফিফটি তুলে নেন অধিনায়ক জ্যোতি। তবে মাইলফলক স্পর্শের পর ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ৫১ রান করে সাজঘরে ফেরেন এই তারকা। এরপর একপ্রান্ত আগলে দলকে টেনে নিয়ে যান ঋতু মনি। প্রথমে তাকে সঙ্গ দেন ফাহিমা খাতুন। তিনি ২৮ রান করে ফিরে যান। এরপর তাকে সঙ্গ দেন জান্নাতুল ফেরদৌস। তার ব্যাট থেকে আসে ১৯ রান।
দলীয় ১৮৬ রানে ৮ উইকেট হারানোর পর নাহিদা আক্তারকে নিয়ে এগোতে থাকে ঋতু। এরইমাঝে তুলে নেন নিজের অর্ধশতকও। শেষ পর্যন্ত এই জুটিতেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ঋতু। ম্যাচজয়ী এই জুটি থেকে আসে ৫৪ রান। ম্যাচজয়ী এই জুটি থেকে আসে ৫৪ রান। আয়ারল্যান্ডের হয়ে পেন্ডারগাস্ট ও ক্যালি ২টি করে উইকেট শিকার করেন।
এর আগে ব্যাট করতে নেমে লরা ডিলানির ৬৩, অ্যামি হান্টারের ৩৩, গ্যাবি লুইসের ২৪, আরলিন ক্যালির ২৪ এবং অন্যান্য ব্যাটারদের ক্যামিওতে ২৩৫ রানের পুঁজি পায় আইরিশরা। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান ৩টি এবং ২টি উইকেট তুলে নেন ফাহিমা খাতুন।
ক্রিফোস্পোর্টস/১৩এপ্রিল২৫/বিটি
