মোমিনুল হকের সেঞ্চুরির পর বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে সেই স্বপ্নের ভাটা পড়ে ২৩৩ রানের থামতে হলো টাইগারদের। লাঞ্চে করে ধস নেমেছে বাংলাদেশের।
বাংলাদেশ-ভারত সিরিজের কানপুর দ্বিতীয় টেস্টে বৃষ্টির বাগড়ায় প্রথম এবং দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হলে চতুর্থ দিনে ২২ গজে নামে বাংলাদেশ। দিনের প্রথমে জাসপ্রিত বুমরাহর শিকার হয়ে ফেরেন মুশফিকুর রহিম। লিটন দাসও বেশিক্ষণ ২২ গজে টিকতে পারেননি। মোহাম্মদ সিরাজের শিকার হয়ে ৩০ বলে ১৩ রান করে ফেরেন তিনি। সাকিব আল হাসানও ছন্দ হারান। যদি এটা তার আন্তর্জাতিক টেস্ট শেষ হয় তাহলে তার শেষ ম্যাচ টা রাঙাতে পারলেন না সর্বকালের সেরা এই অলরাউন্ডার।
এদিন দুর্দান্ত সেঞ্চুরি করে মমিনুল হক। দীর্ঘ ১৫ মাস পর সেঞ্চুরি আসে এই ব্যাটারের থেকে। লাঞ্চের পূর্বে মেহেদী হাসান মিরাজ ও সেঞ্চুরি করা মোমিনুলের জুটিতে বড় স্কোরের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু লাঞ্চের পরেই স্বপ্ন ভাঙে বাংলাদেশের। ৪২ বলে ২০ রানে করে বুমহার শিকার হয়ে ফেরেন মিরাজ। শেষ পর্যন্ত ২৩৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। ১০৭ রানে অপরাজিত থাকেন মুমিনুল হক।
খালিদ আহমেদের উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে ১১তম খেলোয়াড় হিসেবে ৩০০ উইকেট এবং ৩ হাজার রানে করেএলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন রাবিন্দ্র জাদেজা। টেস্টে ৭৩ ম্যাচের ক্যারিয়ারে জাদেজা এখন পর্যন্ত করেছেন ৩ হাজার ১২২ রান। আর বল হাতে শিকার করেছেন ৩০০ উইকেট।
আরও পড়ুন: আইপিএলে খেলোয়াড় ধরে রাখার নিয়ম জানালো বিসিসিআই
ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৪/এইচআই