Connect with us
ক্রিকেট

বাংলাদেশের হার, সুপার এইটের পয়েন্ট টেবিলের কেমন হালচাল?

Mahmudullah Riyad
মাহমুদুল্লাহ রিয়াদ। ছবি - সংগৃহীত

আজ শুক্রবার (২১ জুন) বিশ্বকাপে সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে অজিদের কাছে ২৮ রানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজকের এই ম্যাচের মধ্য দিয়ে সুপার এইটের প্রতিটি দল তাদের একটি করে ম্যাচ খেলে ফেলেছে।

এই পর্বে দুই গ্রুপে মোট চারটি করে দল খেলছে। এক নম্বর গ্রুপে আছে বাংলাদেশ। একই গ্রুপে গতকাল (বৃহস্পতিবার) নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়ে টুর্নামেন্টে এখনো অপরাজিত আছে টিম ইন্ডিয়া।

তবে এই গ্রুপের তুলনায় দ্বিতীয় গ্রুপকে ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ এই গ্রুপে আছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মত হেভিওয়েটরা। চলুন দেখে নেওয়া যাক, এই দু’টি গ্রুপের পয়েন্ট তালিকার হিসাবে কোন দলের অবস্থান কেমন।

আরও  পড়ুন : জয় পেলেও মাঠ নিয়ে অভিযোগ আর্জেন্টিনার

 গ্রুপ ওয়ান –
এই গ্রুপে রয়েছে বিশ্বকাপের দুই হট ফেভারিট অস্ট্রেলিয়া ও ভারত। দু’দলেরই সমান ২ পয়েন্ট করে সংগ্রহে আছে। কিন্তু নেট রানরেট বেশি থাকায় টেবিলের শীর্ষে স্থান করে নিয়েছে অস্ট্রেলিয়া। তাদের রানরেট ২.৪৭১। দুই নম্বরে থাকা ভারতের রানরেট ২. ৩৫০। এরপর পর্যায়ক্রমে তিন ও চারে আছে আফগানিস্তান ও বাংলাদেশ। ১ ম্যাচ খেলে দু’দলেরই পয়েন্ট ০। আফগানদের রানরেট -২.৩৫০ আর নাজমুল শান্তর দলের রানরেট -২.৪৭১।

গ্রুপ টু –
এই গ্রুপেও ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ১ ম্যাচ খেলে পয়েন্ট হয়েছে ২। কিন্তু ১.৩৪৩ নেট রানরেট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সমান পয়েন্ট ও .৯০০ রানরেট নিয়ে দুইয়ে প্রোটিয়ারা। এরপরই তালিকার তিন ও চারে দুই স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। দু’দলই সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে হারের স্বাদ পেয়েছে। যুক্তরাষ্ট্র –.৯০০ রানরেট নিয়ে টেবিলের তিনে ও উইন্ডিজদের অবস্থান একদম তলানিতে। ক্যারিবীয়দের রানরেট হলো  –১.৩৪৩।

ক্রিফোস্পোর্টস/২১জুন২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট