তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকা নারীদের মুখোমুখি হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ১৫০ রানের বিশাল টার্গেট দিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।
রবিবার বেনোনির উইলোমোর পার্কে শুরতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করে দুই ওপেনার শামিমা সুলতানা এবং মুর্শিদা খাতুন। পাওয়ার প্লেতে কোন উইকেট না হারিয়ে ৩৫ রান তুলে নেয় এই ওপেনিং জুটি। ৪৪ রানের মাথায় বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে। ৭ম ওভারে একটি ছক্কা হাকানো শামিমা ওই একই ওভারে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান।
শামিমা ফিরে গেলে নতুন ব্যাটার সুবহানা মোস্তারিকে নিয়ে ৩৯ রানের জুটি গড়েন মুর্শিদা। দলীয় ৮৩ রানের মাথায় ১৬ রান করে আউট হয়ে যান সুবহানা। এরপর অধিনায়ক জ্যোতি ও মুর্শিদা মিলে নির্ধারিত ২০ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১৪৯ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলেন।
মুর্শিদা অর্ধশতক হাকিয়ে ৫৯ বলে ৬২ এবং জ্যোতি ২১ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার হয়ে নন্দোমিসো সাংগাসে এবং এলিজ মার্ক্স ১ টি করে উইকেট নেন
আরও পড়ুন: বিশ্বকাপে সর্বোচ্চ গোল করে মেসির পাশে আগুস্তিন রুবের্তো
ক্রিফোস্পোর্টস/০৩ডিসেম্বর২৩/এমটি