Connect with us
অন্যান্য

হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করলেন বাংলাদেশের নীড়

daba player bangladesh
ফিদে মাস্টার মনন রেজা নীড়। ছবি: সংগৃহীত

বুদাপেস্ট শহরে ফার্স্ট সাটার-ডে গ্র্যান্ডমাস্টার্স দাবায় হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার বারকেজ ডেভিডকে পরাজিত করেছেন বাংলাদেশের মনন রেজা নীড়। গ্র্যান্ডমাস্টার ইভেন্টে ষষ্ঠ রাউন্ডের ডেভিডকে হারিয়েছেন ফিদে মাস্টার নীড়।

হাঙ্গেরির ফিদে মাস্টার ইগরেসি মেইট আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে হারিয়েছেন। এরপর সপ্তম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের ফিদে মাস্টার ওয়াগ সুয়োককে পরাজিত করেছেন।

বাংলাদেশের ফিদে মাস্টার নীড় অবশ্য হাঙ্গেরির ফিদে মাস্টার ইগরেসি মেইটের মত খেলোয়াড়ের সঙ্গে ড্র করেছেন। আন্তর্জাতিক মাস্টার্স ও রেটিং দাবার সপ্তম রাউন্ডে মঙ্গোলিয়ার মহিলা ফিদে মাস্টার আমিন-এরডেনি বায়ানমুখকে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া হারিয়েছেন। নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ হাঙ্গেরির ফিদে মাস্টার মায়ার ইসটভাকে পরাজিত করেছিলেন।

সপ্তম রাউন্ড শেষে ৭ খেলায় সাড়ে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের যুগ্মভাবে দ্বিতীয় স্থানে দখল করেছেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। এ রাউন্ডে ৭ খেলায় সাড়ে ৩ পয়েন্ট পেয়েছে ফিদে মাস্টার মনন রেজা নীড়।

আন্তর্জাতিক মাস্টার্স দাবায় ৭ খেলায় ৩ পয়েন্ট পেয়েছেন ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। এছাড়াও অনূর্ধ্ব-২২৫০ রেটিং ইভেন্টের সপ্তম রাউন্ডে ৭ খেলায় ৪ পয়েন্ট পেয়ে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ।

আরও পড়ুন: যে সাতটি দল নিয়ে এবারের বিপিএলের যাত্রা শুরু হতে যাচ্ছে

ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর ২৪/এইচআই
Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য