আজ ভারতের বিপক্ষে নিজেদের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। তার কিছু ঘণ্টা আগেই চমক দিল বিসিবি। উন্মোচন করল বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরমেটের নতুন জার্সি। আজ সেই নতুন রূপেই ভারতের মুখোমুখি হবে টাইগাররা।
গোয়ালিয়রে আজ রোববার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে ক্রিকেটাররা। টেস্ট সিরিজের পর এবার সংক্ষিপ্ত ফরমেটের নতুন চ্যালেঞ্জ নিতে নতুন রূপে মুখিয়ে আছে বাংলাদেশ দল। যেখানে নতুন ভাবে নিজেদের জয়ের আনন্দে রাঙাতে চায় টাইগাররা।
আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করে বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি ফরমেটের জার্সি উন্মোচন করেছে বিসিবি। ভারতের বিপক্ষে সংক্ষিপ্ত ফরমেটের এই সিরিজে থাকা ক্রিকেটারদের নতুন জার্সি পরিহিত ছবি পোস্ট করেছে ক্রিকেট বোর্ড।
এর আগে গতকালই নতুন জার্সি পরা ছবি প্রকাশ করেছিল তাসকিন আহমেদ। তখন নিজের নতুন জার্সি পরা ছবি নিজের অফিসিয়াল ফেসবুক একাউন্টে পোস্ট করে লিখেছিলেন, ‘আমাদের নতুন টি-টোয়েন্টি কিট কত রেটিং দেবেন?’ বরাবরের মতো এবারও জার্সিতে লাল-সবুজই প্রাধান্য পেয়েছে।
জার্সির ওপরের অংশ লাল এবং নিচের দিকে সবুজ রাখা হয়েছে। জার্সির সামনের দিকে বড় করে সাদা কালিতে লেখা আছে ‘বাংলাদেশ’। যার ঠিক ওপরেই স্পন্সর প্রতিষ্ঠান রবির নাম। আর বুকের বাম দিকে টাইগারদের লোগো। যার বাঁ পাশে আবারও কিছুটা ছোট আকারে স্পন্সর রবির নাম লেখা।
আরও পড়ুন: ভারতের সেই মসজিদে কেন নামাজ পড়তে যাননি বাংলাদেশের ক্রিকেটাররা?
ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৪/এফএএস