দেশের ক্রিকেটে এখন প্রশ্ন একটাই– লিটন দাসের কি জ্বর কমেছে? সে কি আসতে পারবে প্রথম ম্যাচের আগে?
অবশেষে পাওয়া গেলো উত্তর। ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না লিটন। তাঁর পরিবর্তে ওপেনিং করতে পারেন নাঈম শেখ। অন্যদিকে তামিমের ছুটিতে ওপেনিংয়ে দেখা যেতে পারে আরেক ওপেনার তানজিদ তামিমকে।
প্রথম ম্যাচ যেহেতু মিস করবে লিটন সে ক্ষেত্রে, তিনি দলের সঙ্গে যোগ দেবেন দ্বিতীয় ম্যাচের আগে লাহোরে। ৩ সেপ্টেম্বর সেখানে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। হাইব্রিড মডেলের এবারের এশিয়া কাপে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে।
বাকি ম্যাচগুলো শ্রীলঙ্কায়।
বিসিবির এক কর্মকর্তা এভাবেই পুরো ব্যাপারটি পরিষ্কার করেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও মনে করছেন, জ্বর কমার পর শরীরে স্বাভাবিক শক্তি পেতেও কিছুদিন লাগতে পারে লিটনের। ‘লিটনের জ্বর বাড়েনি বরং আগের চেয়ে কমেছে। ওষুধ দিলে জ্বর কমছে। ওষুধ ছাড়া জ্বর কমতে হবে। আমরা আপাতত সেটারই অপেক্ষা করছি।’
গ্রুপ পর্বে পাকিস্তানের মাঠে গিয়ে গ্রুপ পর্বে এই একটি ম্যাচই খেলতে হবে সাকিবদের। আর সেই ম্যাচটিতেই লিটনকে পাওয়ার আশা করা হচ্ছে।
ক্যান্ডি থেকে টিম ম্যানেজমেন্টও নাকি তেমনই প্রস্তুতি নিয়ে রেখেছে। ‘লিটন দাসের জ্বর কমেছে। এখন যখনই সে ফিট হবে, তখনই ফ্লাইট ধরতে পারবে। এই মুহূর্তে তার বিকল্প কাউকে চাওয়া হয়নি আমাদের কাছে। সমস্যা হচ্ছে এই ধরনের জ্বর কমার পর শরীর দুর্বল থাকে। পুরোপুরি সুস্থ হতে কিছুদিন সময় লাগে। যদি তেমনই হয়, তাহলে হয়তো সে প্রথম ম্যাচটি মিস করবে।’
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচ। বিসিবি সূত্রের খবর, যেহেতু লিটন প্রথম ম্যাচের আগে ক্যান্ডিতে যেতে পারবেন না সেহেতু ওপেন করানো হবে নবাগত তানজিদ হাসান তামিম ও নাঈম শেখকে দিয়ে।
আরও পড়ুন: বিগব্যাশের নিলামে এবার তিন বাংলাদেশি, দেখুন কারা
ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৩/এমএইচ