বাংলাদেশের ক্রিকেটে অন্যতম সেরা পাঁচ ক্রিকেটার হলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মুর্তজা। যাদেরকে বলা হয় পঞ্চপাণ্ডব। এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ১৮ বছরের মধ্যে এই প্রথমবারের মতো পঞ্চপান্ডবের কাউকে ছাড়াই টেস্ট খেলতে নামছে বাংলাদেশ।
এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের বেশ কয়েকটি মিশ্র অভিজ্ঞতা রয়েছে। এই ক্যারিবীয় দ্বীপপুঞ্জেই ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ তে হারিয়ে প্রথমবারের মতো দেশের বাইরে টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ। তাছাড়া জিম্বাবুয়ে বাদে সেই সিরিজ দিয়েই কোনো শক্তিশালী দলের বিপক্ষে জয় পেয়েছিল সাকিব-তামিমরা। এছাড়া এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ার শুরু হয়ে মাহমুদউল্লাহর।
তবে এই ওয়েস্ট ইন্ডিজে তিক্ত অভিজ্ঞতাও রয়েছে বাংলাদেশের। ২০০৯ সালে ইতিহাসগড়া এই সিরিজেই মাশরাফিকে হারায় টাইগাররা। হাটু ও গোড়ালির ইনজুরিতে পড়ে ২০০৯ সালেই টেস্ট ক্যারিয়ার সমাপ্ত হয় বাংলাদেশের সাবেক অধিনায়কের। এছাড়া এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই টেস্টে নিজেদের সর্বনিম্ন দলীয় রানের (৪৩) লজ্জার রেকর্ড গড়েছিল টাইগাররা।
আরও পড়ুন:
» আজ মাঠে নামবে সাকিবের দল, সরাসরি দেখবেন যেভাবে
» তামিমকে দলে ফেরাতে যে বিশেষ সুবিধা দিচ্ছে বিসিবি
ইনজুরি কাটিতে মাশরাফি অন্য দুই ফরম্যাটে খেললেও টেস্টে আর ফেরেননি। এরপর পঞ্চপাণ্ডবের বাকি চারজন দীর্ঘদিন বাংলাদেশের সাদা পোশাকে প্রতিনিধিত্ব করেছেন। ২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেনে মাহমুদউল্লাহ।
সম্প্রতি সাকিবও ক্রিকেটের এই আভিজাত্য ফরম্যাটে ইতি টানেন। এছাড়া তামিমও দেড় বছরের বেশি সময় ধরে টেস্ট খেলছেন না। পুনরায় কবে ফিরবেন তারও নিশ্চয়তা নেই। বর্তমানে পঞ্চপান্ডবের মধ্যে কেবল মুশফিকই খেলছেন তবে ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেছেন এই অভিজ্ঞ ব্যাটার। যার ফলে পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়াই মাঠে নামতে হবে টাইগারদের।
সাকিব-তামিমদের অর্জনে এবার নতুনত্ব যোগ করবেন লিটন-মিরাজরা। তাদের হাত ধরে টেস্টে এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে বাংলাদেশ। যার শুরুটা হতে যাচ্ছে এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই।
আগামীকাল (শুক্রবার) সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে নেতৃত্বে থাকবেন মেহেদি হাসান মিরাজ।
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৪/বিটি