Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ

BD under 19 team
ভারতকে হারিয়ে শিরোপা জয়ের পর উল্লাস জুনিয়র টাইগারদের। ছবি- ক্রিকইনফো।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে দেশে ফেরা সিনিয়র টাইগাররা যখন কেন্দ্রীয় চুক্তির খবর শুনে তৃপ্তির ঢেকুর তুলছে, তখন শ্রীলঙ্কা সফরের সূচি হাতে পেয়েছে জুনিয়র টাইগাররা।

পঞ্চাশ ওভারের ক্রিকেটে ছয়টি ম্যাচ খেলতে আগামী এপ্রিল মাসে শ্রীলংকায় যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব টাইগারদের জন্য নতুন করে সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (১১ মার্চ) এক বিবৃতিতে ৬ ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।


আরও পড়ুন:

» বার্সেলোনা ও লিভারপুলের ম্যাচসহ আজকের খেলা (১১ মার্চ ২৫)

» বিসিবির নতুন চুক্তি প্রকাশ, কার বেতন কত হলো?


দুই সপ্তাহ ধরে চলবে জুনিয়র টাইগারদের এই সফর। আগামী ২৪ এপ্রিল ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু হবে। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে। ‍দুদিন পর দ্বিতীয়টি। এরপর ১ মে, ৩ মে, ৬ ও ৮ মে বসবে বাকি ম্যাচগুলো।

সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। তবে খেলা কখন শুরু হবে, সেটি এখনও নির্ধারণ করা হয়নি।

গত ডিসেম্বরে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবারা। ভারতকে হারিয়ে শিরোপার স্বাদ নেওয়া দলের অনেকেই আছেন বর্তমান অনূর্ধ্ব ১৯ দলে।

ক্রিফোস্পোর্টস/১১মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট